আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২নং অঞ্চলের খগেনহাটের সুরকাও ঘাটপার এলাকার বাসিন্দা আজিজার রহমান।স্থানীয় সূত্রে জানা যায়, আজিজার রহমান একজন দিনমজুর। কোনওরকমে দিনমজুরির কাজ করে সংসার চালান। সম্প্রতি এক সকালে মাত্র ৩০ টাকা দিয়ে একটি লটারি টিকিট কেনেন তিনি।
advertisement
ভাগ্য এভাবে তাঁর সহায় হবে ভাবেননি তিনি। সেই টিকিটেই প্রথম পুরস্কার পান তিনি, যার ফলে রাতারাতি কোটিপতি হয়ে যান। আজিজার রহমানের পরিবারে রয়েছেন তার বাবা-মা, তিন ভাই এবং স্ত্রী-সন্তান। দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে দিয়ে দিন কাটালেও এই অর্থ তার ও তার পরিবারের জীবন বদলে দিতে চলেছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা দেখা যায়। শুভেচ্ছার ঢল নামে তার বাড়িতে।
এ বিষয়ে আজিজার রহমান জানান, “স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে। এতদিন কষ্ট করেও সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। এবার হয়তো পরিবারের জন্য ভাল কিছু করতে পারব।পাকা ঘর তৈরি করতে পারব। “স্থানীয় বাসিন্দারাও তার এই ভাগ্য পরিবর্তনে খুশি। তবে তারা চান, তিনি যেন এই অর্থ দিয়ে ভবিষ্যত সুনিশ্চিত করেন।
Annanya Dey





