TRENDING:

Crorepati: রাতারাতি 'কোটিপতি'! মাত্র ৩০ টাকা ঘুরিয়ে দিল ভাগ্যের চাকা, কপাল খুলে গেল দিনমজুরের

Last Updated:

Crorepati: ভাগ্য বদলে গেল এক নিমেষে। লটারির টিকিট মোড় ঘোরালোএক দিনমজুরের।ভেঙেপড়া টিনের ঘর এবার পাকা তৈরি করতে পারবেন, আশা রাখছেন আজিজার রহমান। মাত্র ৩০ টাকার লটারি টিকিট কিনে কোটিপতি হয়ে গেলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ভাগ্য বদলে গেল এক নিমেষে। লটারির টিকিট মোড় ঘোরাল এক দিনমজুরের। ভেঙে পড়া টিনের ঘর এবার পাকা তৈরি করতে পারবেন, আশা রাখছেন আজিজার রহমান। মাত্র ৩০ টাকার লটারি টিকিট কিনে কোটিপতি হয়ে গেলেন তিনি।
advertisement

আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২নং অঞ্চলের খগেনহাটের সুরকাও ঘাটপার এলাকার বাসিন্দা আজিজার রহমান।স্থানীয় সূত্রে জানা যায়, আজিজার রহমান একজন দিনমজুর। কোনওরকমে দিনমজুরির কাজ করে সংসার চালান। সম্প্রতি এক সকালে মাত্র ৩০ টাকা দিয়ে একটি লটারি টিকিট কেনেন তিনি।

আরও পড়ুন- কাঁপিয়ে ধেয়ে আসছে ঝড়-ঝঞ্ঝা…! মুষলধারে বৃষ্টি-বজ্রপাত, মেগা খেলা শুরু আবহাওয়ার, কী হবে বাংলায়? জানাল হাওয়া অফিস

advertisement

ভাগ্য এভাবে তাঁর সহায় হবে ভাবেননি তিনি। সেই টিকিটেই প্রথম পুরস্কার পান তিনি, যার ফলে রাতারাতি কোটিপতি হয়ে যান। আজিজার রহমানের পরিবারে রয়েছেন তার বাবা-মা, তিন ভাই এবং স্ত্রী-সন্তান। দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে দিয়ে দিন কাটালেও এই অর্থ তার ও তার পরিবারের জীবন বদলে দিতে চলেছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা দেখা যায়। শুভেচ্ছার ঢল নামে তার বাড়িতে।

advertisement

আরও পড়ুন- ১ টাকাও খরচ হবে না, ডাকতে হবে না কোনও মেকানিক, এই ট্রিকসে বাড়িতেই করুন AC-র সার্ভিস, ৫ মিনিটে কনকনে ঠান্ডা ঘর, বাঁচবে বিদ্যুতের বিল

এ বিষয়ে আজিজার রহমান জানান, “স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে। এতদিন কষ্ট করেও সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে।  এবার হয়তো পরিবারের জন্য ভাল কিছু করতে পারব।পাকা ঘর তৈরি করতে পারব। “স্থানীয় বাসিন্দারাও তার এই ভাগ্য পরিবর্তনে খুশি। তবে তারা চান, তিনি যেন এই অর্থ   দিয়ে ভবিষ্যত সুনিশ্চিত করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে 'মহাভারত'! উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Crorepati: রাতারাতি 'কোটিপতি'! মাত্র ৩০ টাকা ঘুরিয়ে দিল ভাগ্যের চাকা, কপাল খুলে গেল দিনমজুরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল