রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অর্থাৎ RBI আর ২০০০ টাকার নতুন নোট ইস্যু করবে না। বর্তমানে বাজারে পাওয়া ২০০০ টাকার নোট আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত বৈধ থাকবে। যদিও এর পরেই এই নোট অবৈধ ঘোষণা করা হবে কি না, এখনও তা খুব স্পষ্ট নয়। আরবিআই- সূত্রে জানা যাচ্ছে যাদের কাছে ২০০০ টাকার নোট আছে তারা ২৩ মে ২০২৩ থেকে ব্যাঙ্কে গিয়ে এগুলি বদলে নিতে পারবেন। জেনে নিন এই সিদ্ধান্তের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলি।
advertisement
আরবিআই জানিয়েছে, যাঁদের কাছে ২০০০ টাকার নোট আছে, তাঁরা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে পারেন এই নোটগুলি। বা তাঁরা যে কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে অন্য নোটের সঙ্গে এই নোট বিনিময় করতে পারেন।
আরবিআই জানিয়েছে, ২০০০ টাকার নোট এককালীন ২০,০০০ টাকার সীমা পর্যন্ত অন্য নোটের সঙ্গে বদলে নেওয়া যেতে পারে। অর্থাৎ একবারে ২০০০ টাকার মাত্র ১০টি নোট বদলানো যেতে পারে। আপনার কাছে যদি ৩০টি নোট থাকে সেক্ষেত্রে তিনবারে নোট বদল করা যাবে।
রিজার্ভ ব্যাঙ্কের সার্কুলার অনুযায়ী, নির্দিষ্ট সময়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মানুষের কাছে যথেষ্ট সময় রয়েছে। আপনার কাছে থাকা ২০০০ টাকার নোটগুলি ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ব্যাঙ্কে জমা বা বদল করতে পারবেন। ব্যাঙ্কগুলিকেও পৃথক নির্দেশিকা জারি করা হয়েছে। ব্যাঙ্কগুলি ছাড়াও, ২৩ মে থেকে RBI-এর ১৯টি আঞ্চলিক অফিসেও ২০০০ টাকার নোট বদলানো যাবে।