TRENDING:

ফেসবুকেও প্রতারণার জাল! ১০ কোটির লোভে লিঙ্ক খুলতেই অ্যাকাউন্ট ফাঁকা, হাওয়া ২ কোটি টাকা!

Last Updated:

ঘটনাটি ঘটেছে তেলঙ্গানায়। একটি ক্রিপ্টো ট্রেডিং পোর্টালে বিনিয়োগ করলেই ১০ কোটি টাকা রিটার্ন পাওয়া যাবে বলে এক ব্যবসায়ীকে প্রলোভন দেখায় প্রতারকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের সাইবার জালিয়াতি। এবার কোটি টাকার প্রতারণা। মেসেজ, হোয়াটসঅ্যাপ বা ই-মেল-এর মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার খবর মাঝে মাধ্যেই পাওয়া যায়। তবে সর্বশেষ যে ঘটনাটি সামনে এসেছে তাতে ফাঁদ পাতা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
advertisement

১০ কোটি টাকার লোভ দেখিয়ে এক ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ কোটি টাকা লুটে নিয়েছে প্রতারকরা। এই ঘটনার কথা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: সাদা পাথরে লেখা এই সংখ্যাগুলো কী কাজে লাগে? রেলপথ থেকে হারিয়ে যাচ্ছে? নয়া সিস্টেম কী?

ঘটনাটি ঘটেছে তেলঙ্গানায়। একটি ক্রিপ্টো ট্রেডিং পোর্টালে বিনিয়োগ করলেই ১০ কোটি টাকা রিটার্ন পাওয়া যাবে বলে এক ব্যবসায়ীকে প্রলোভন দেখায় প্রতারকরা। তিনি সেই ফাঁদে পা দেন। একেবারে ২ কোটি টাকা বিনিয়োগ করেন। কিন্তু ১ পয়সাও রিটার্ন পাননি। কিছুদিন পর ব্যবসায়ী বুঝতে পারেন, তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এরপরই থানায় অভিযোগ জানান তিনি।

advertisement

রাচাকোন্ডা পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৬ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত এক ব্যবসায়ী দফায় দফায় ক্রিপ্টো কারেন্সিতে ২ কোটি টাকা বিনিয়োগ করেন। ফেসবুকে বিটকয়েন ব্যবসার বিজ্ঞাপন দেখেই তিনি বিনিয়োগের সিদ্ধান্ত নেন।

পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীর ফেসবুক পেজে বিটকয়েন ওয়েবসাইটের একটি লিঙ্ক আসে। বিজ্ঞাপনে প্রত্যাশার বেশি রিটার্ন দেওয়ার দাবি করা হয়। ব্যবসায়ী ওই লিঙ্কে ক্লিক করলে ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনের লিঙ্ক পাঠানো হয়। রেজিস্ট্রেশনের পর কোম্পানির অ্যাপ ডাউনলোড করেন তিনি।

advertisement

রেজিস্ট্রেশনের পরে, হোয়াটসঅ্যাপ চ্যাটে ব্যবসায়ীর কাছে বিনিয়োগের টিপস আসতে শুরু করে। সেই অনুযায়ী ৬ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত তিনি ২০৬ মিলিয়ন ইউএসডিটি কেনেন। কিন্তু এক পয়সাও রিটার্ন আসেনি।

আরও পড়ুন:  আবারও বাড়বে ফ্রিজ, টিভি-র দাম, জানুন কতটা প্রভাব ফেলবে আপনার পকেটে!

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন, তিনি বিনিয়োগের জন্যে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন। আশা করেছিলেন, আড়াই কোটি টাকা বিনিয়োগ করে ১০ কোটি টাকা লাভ করবেন। ওই ওয়েবসাইটেও একই দাবি করা হয়েছিল। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশের সাইবার ক্রাইম শাখা একটি মামলা করেছে। পুলিশ বলছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফেসবুকেও প্রতারণার জাল! ১০ কোটির লোভে লিঙ্ক খুলতেই অ্যাকাউন্ট ফাঁকা, হাওয়া ২ কোটি টাকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল