লয়েডস মেটালস অ্যান্ড এনার্জি লিমিটেডের শেয়ার গত তিন বছরে ৫০ বা ১০০ শতাংশ নয় বরং ৪৮০০ শতাংশের বেশি বেড়েছে ৷ এই মাল্টিব্যাগার মেটল স্টক ৯ সেপ্টেম্বর ২০২০-তে ১০.৬৬ টাকায় বন্ধ হয়েছিল ৷ ১১ সেপ্টেম্বর ২০২৩-এ বিএসই-তে ৫৮৩.৮৫ টাকায় পৌঁছে গিয়েছে ৷ এর জেরে এই শেয়ারের বিনিয়োগকারীদের বিপুল লক্ষ্ণী লাভ হয়েছে ৷ বিনিয়োগ করা টাকা লাখে পৌঁছে গিয়েছে ৷ বর্তমানে এই স্টক ঊর্ধ্বমুখী ৷
advertisement
সংস্থার মোট ০.৫৪ লক্ষ শেয়ার বিএসই-তে ৩.১০ কোটি টাকার ব্যবসা করেছে ৷ বিএসই-তে সংস্থার মার্কেট ক্যাপ বেড়ে ২৯,৪৭৪.১৬ কোটি টাকা হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন:Fixed Deposit নিয়ে দারুণ সুখবর; প্রায় ৯ শতাংশ হারে সুদ দিচ্ছে এই সব ব্যাঙ্ক
এই মাল্টি ব্যাগার স্টকের দাম ৫.৩০ শতাংশ বেড়ে ৫৮৩.৮৫ টাকায় বন্ধ হয়েছিল শুক্রবার ৷ সোমবার অবশ্য মার্কেট খোলার পর দাম পড়ে ৫৪৫ টাকা হয়ে গিয়েছে ৷
চলতি বছর ৯ অগাস্ট ২০২৩-এ স্টকের দাম ৬৮৭.৮৫ টাকা রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছিল ৷ রেকর্ড দাম থেকে এখন পর্যন্ত অবশ্য স্টকের দাম পড়ে গিয়েছে ১৫.১১ শতাংশ ৷
১ লক্ষ টাকা হয়ে গিয়েছে ৫০ লক্ষ টাকা
তিন বছর আগে লয়েডস মেটালসে শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকলে বর্তমানে তার দাম ৫৪.৭৭ টাকা হয়ে গিয়েছে ৷ গত এক বছরে স্টকের দাম ৩১২ শতাংশ বেড়েছে ৷ চলতি বছরের শুরুতে অবশ্য স্টকের দাম বেড়েছিল ১২৬.৬৯ শতাংশ ৷ ছ’মাসে শেয়ারের দাম ৮৫.৪৭ শতাংশ বেড়েছে ৷