আরও পড়ুন ট্রেলর দেখালেন মেসি-রোনাল্ডো-নেইমার, বিশ্বকাপে তারকাদের প্রথম ল্যাপের মার্কশিট
পর্তুগাল, নেদারল্যান্ডস, নরওয়ে, ব্রিটেন, মালয়েশিয়ার মতো দেশে বেটিং আইনি। বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকে এই দেশের বুকিরা সক্রিয় হন। কিন্তু তথাকথিত হেভিওয়েট টিমগুলো প্রথম ম্যাচে যেভাবে হোঁচট খেয়েছে তাতে আতঙ্কের স্রোত বুকিদের মধ্যে। জার্মানির পক্ষে দর ছিল ২/১। লোর টিম জিতলে ২ ডলারে ১ ডলার মিলত। মেক্সিকোর দর ১৩/২। দু ডলার দিয়ে ১৩ ডলার জেতার সুযোগ। মুষ্টিমেয় যারা ঝুঁকি নিয়ে মেক্সিকোর হয়ে বাজি লড়েন তাঁরা লাভবান হন। মুলার গোল করলে যিনি বাজি লড়েছেন তিনি ৫ ডলার খরচ করে ২৩ ডলার পেতেন। সেই হিসেবও মেলেনি।
advertisement
আরও পড়ুন ব্রাজিলকে খোঁচা ফেডেরারের, টুইটে যা লিখলেন সুইস মাস্টার
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ম্যাচেও বুকিদের বাজি ছিলেন নেইমাররা। ব্রাজিল জিতলে ৫ ডলার মিলত ২ ডলারে। আর সুইসরা ড্র করবে এমন অঙ্কে যারা এগিয়েছিলেন তাঁরা ২ ডলার দিয়ে ১০ ডলার পেয়েছেন। আর্জেন্টিনা ম্যাচেও একই ফল। সাম্পাওলির দলের জেতার দর ছিল ৪/৩। আর মেসি গোল করলে ৫ ডলার দিয়ে মিলত ৩ ডলার।
আরও পড়ুন বিয়ারে বিশ্বকাপ উদযাপন ! ৩২ দেশের স্বাদ চাখতে তৈরি এই ব্যক্তি
ম্যাচ শেষে যারা মেসি বা আর্জেন্টিনার হয়ে বাজি লড়েন তাঁদের মাথায় হাত। তিন বিগ ম্যাচে এপর্যন্ত বুকিদের প্রায় ৩ হাজার কোটি ডলার খসেছে। বেটিং বাজারে কার্যত ধস নামলেও প্রথম রাউন্ড পর্যন্ত অনেকেই অপেক্ষা করতে চান। কেউ কেউ বলছেন ততক্ষণে না আরও ক্ষতি হয়ে যায়।
