TRENDING:

আমডাঙায় মাঠ খুঁড়তেই মুড়ি মুড়কির মত মিলল বোমা, গ্রামে ঢুকতে বাধা অধীর চৌধুরিকে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আমডাঙা:আমডাঙায় আবার অশান্তির আশঙ্কা। বইছগাছার ঘোষপাড়ায় মাঠ থেকে মিলল বোমা ভরতি প্রায় ১০০ ড্রাম। মিলেছে অ্যাসিড, পেট্রোলের বোতল। অভিযোগ উঠছে স্থানীয় সিপিএম নেতা জাকির ভল্লুকের বিরুদ্ধে। এদিকে আমডাঙা যেতে গিয়ে পুলিশের বাধায় পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
advertisement

শনিবারের দুপুরে মাঠ খুঁড়তেই মুড়ি মুড়কির মত মিলল বোমা। বইছগাছার ঘোষপাড়ায় মাঠের ধারে ঝোপঝাড়ে কিছুটা অংশ খোঁড়া দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। পুরোটা খুঁড়তেই চক্ষু চড়ক গাছ। সারি দিয়ে বোমার ড্রাম ৷

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। যায় বোম্ব ডিসপোজাল স্কোয়াডও। উদ্ধার হওয়া বোমার মধ্যে মিলেছে কিছু হ্যান্ডগ্রেনেড জাতীয় বোমাও।

advertisement

আমডাঙার ওই এলাকা সিপিএম নেতা জাকির ভুল্লুকের খাসতালুক হিসেবে পরিচিত। পঞ্চায়েতে ওই এলাকা থেকেই জিতে আমডাঙা পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হয়েছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিকে আমডাঙা যেতে গিয়ে বাধা পান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর ঢচৌধুরী ও জেলা কংগ্রেস নেতৃত্ব। আমডাঙা ঢোকার আগে পুলিশ বাধা দেয় তাঁদের।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আমডাঙায় মাঠ খুঁড়তেই মুড়ি মুড়কির মত মিলল বোমা, গ্রামে ঢুকতে বাধা অধীর চৌধুরিকে