পুলিশ সূত্রে খবর, সোমবার সাতসকালে বিস্ফোরণটি ঘটে ৷ বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ৷ বিস্ফোরণের জেরে উড়ে গিয়েছে তৃণমূল কার্যালয়ের ছাদ ৷ দরজা জানলা ভেঙে গিয়েছে ৷ গোটা কার্যালয়টাই প্রায় ভেঙে গিয়েছে ৷
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশেপাশে থাকা বাড়ি ঘরের জানলা-দরজাও কেঁপে ওঠে ৷ এরপর স্থানীয় বাসিন্দাদের খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ৷ যদিও এই ঘটনায় এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি ৷
advertisement
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ‘পার্টি অফিসে বিস্ফোরণ হয়নি ৷ পার্টি অফিস লক্ষ করে বোমা ছুঁড়ছিল দুষ্কৃতীরা ৷’ যদিও বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল বিস্ফোরণ নিয়ে কোনও মন্তব্য করেননি এখনও পর্যন্ত ৷
এই বিস্ফোরণের উদ্দেশ্য কি ? কারা এই ঘটনাটির সঙ্গে জড়িত রয়েছে ? এত বিস্ফোরক এলাকাতেই মজুত ছিল কিনা সেই সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ ৷
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী
লাগাতার বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম ৷ আন্তর্জাতিক বাজারে তেলের দরে ক্রমাগত বৃদ্ধি এবং মার্কিন ডলারের নিরিখে টাকার দরে অবিরাম পতনের জেরেই বাড়ছে পেট্রোল ডিজেলের দাম ৷ এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিস, রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ার জেরে বাম-কংগ্রেসের ডাকে রাজ্য জুড়ে ভারত বনধের ডাক দিয়েছে বাম-কংগ্রেস ৷ তারমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে পরিস্থিতি থমথমে হয়ে গিয়েছে ৷