আরও পড়ুন: NRC নিয়ে আজ সোনিয়া-রাহুল থেকে কেজরিওয়াল, দেবগৌড়ার সঙ্গেও বৈঠকের সম্ভাবনা মমতার
দেখে নিন কী ভাবে বোর্ডিং স্টেশন বদল করবেন -
যাত্রীদের নিজেদের IRCTC অ্যাকাউন্টে লগ ইন করতে হবে ৷ ক্লিক করতে হবে ‘বুক টিকিট হিস্টোরি’ অপশনে। যে টিকিটের বোর্ডিং বদলাতে চান সেটাতে ক্লিক করে ‘চেঞ্জ বোর্ডিং পয়েন্ট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নতুন পেজ খুলে যাবে ৷ সেখানে স্টেশনের নাম বদলে সেভ করে দিলেই বোর্ডিং স্টেশন বদলে যাবে ৷ তবে এই সমস্ত সুবিধা অনলাইনে কাটা টিকিটের ক্ষেত্রে মিলবে ৷
advertisement
আরও পড়ুন: অসম NRC নিয়ে উত্তাল গোটা দেশ, জানেন কী এই NRC?
টিকিটে নাম বদলের ক্ষেত্রে যাত্রার ২৪ ঘণ্টা আগে রেলওয়ে রিজার্ভেশন অফিসে গিয়ে নাম বদল করতে হবে ৷ তবে টিকিটের নাম কেবল পরিবারের সদস্য অথার্ৎ মা, বাবা, ভাই, বোন, ছেলে , মেয়ে, স্বামী ও স্ত্রীর ক্ষেত্রে করা যাবে ৷ এর জন্য পরিচয়পত্র ও আপনাদের সম্পর্কের প্রমাণ দিতে হবে ৷ তবে এটা অনলাইনে করা যাবে না ৷
আরও পড়ুন: মধ্যবিত্তের হেঁশেলে কোপ, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম