TRENDING:

শরিক দল শিবসেনার সঙ্গে জোট মজবুত করতে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকে অমিত শাহ !

Last Updated:

একের পর এক লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে হার ! তার উপরে চাপ বাড়াচ্ছে শরিক দলগুলি ৷ জেডিএস এবং শিবসেনা ইতিমধ্যেই আলাদা হওয়ার হুমকি দিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: একের পর এক লোকসভা এবং বিধানসভা উপনির্বাচনে হার ! তার উপরে চাপ বাড়াচ্ছে শরিক দলগুলি ৷ জেডিএস এবং শিবসেনা ইতিমধ্যেই আলাদা হওয়ার হুমকি দিয়েছে ৷ পাশাপাশি লোকসভার আসন নিয়ে বিজেপির উপর চাপ বাড়াচ্ছে জেডিইউ ৷ ঘরে বাইরে উভয় চাপে চরম সংকটে বিজেপি ৷ যার জেরে উপায়ন্তর না দেখে এককাট্টা বিরোধীদের কুপোকাত করতে শরিকদের মন ভাঙাতে ময়দানে নামলেন অমিত শাহ ৷ আগামী বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ে উদ্ধব ঠাকরের বাসভবনে বৈঠক করবেন তাঁরা ৷
advertisement

আরও পড়ুন:  ‘শিবসেনার সবথেকে বড় রাজনৈতিক শত্রু বিজেপি’, বিস্ফোরক মন্তব্য শিবসেনা সাংসদের

কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন ৷ তার আগে এককাট্টা বিরোধী দলকে হারাকে কোনওরকম কৌশল ছাড়তেই নারাজ গেরুয়া শিবির ৷ কারণ পালঘর লোকসভা উপনির্বাচনে শিবসেনাকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি ৷ এরপরই বিজেপির বহুদিনের রাজনৈতিক সুখ দু:খের সঙ্গী শিবসেনার এনডিএ সংসর্গ ত্যাগ করার জল্পনাকে খানিকটা হলেও উস্কে দিয়েছিল ৷ আর এতেই যথেষ্ট চাপের মুখে বিজেপি ৷ এমনকী, গতকালই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত মোদি-শাহকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেন, শিবসেনার সবথেকে বড় রাজনৈতিক শত্রু বিজেপি ৷ তাই আর উপায় না দেখে শরিক দল হিসেবে শিবসেনাকে কাছে টানতে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

২০১৮ সালে যে চারটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, তার মধ্যে ২টিই মহারাষ্ট্রের লোকসভা কেন্দ্র ৷ কিন্তু সেই দু’টির মধ্যে পালঘরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মোদি ব্রিগেডের সামনে ধরাশায়ী হয়েছে শিবসেনা ৷ এই জিতই মহারাষ্ট্রে ত্রিমুখী লড়াইয়ে নিজেদের ভিত আরও বেশি মজবুত করেছে বিজেপি ঠিকই ৷ কিন্তু এই লড়াইয়ের জেরেই শরিক দল শিবসেনার সঙ্গেও সম্পর্কের অবনতি ঘটবে সেকথা বিজেপি মহলেও স্পষ্ট হয়ে গিয়েছে ৷ যার জেরেই আর কোনও ঝুঁকি নিতে নারাজ গেরুয়া শিবির ৷ তবে, মোদি-শাহ ম্যাজিক কি আদৌ কাজ করবে শিবসেনা মহলে ? তা এখন সময়েরই অপেক্ষা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
শরিক দল শিবসেনার সঙ্গে জোট মজবুত করতে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকে অমিত শাহ !