বাবুল সুপ্রিয়ের দত্তক নেওয়া গ্রামে বাবুলের বিরুদ্ধে একাধিক ক্ষোভের কথা উঠে এসেছিল ভোটের আগেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেই ক্ষোভই প্রতিফলিত হয়েছে ব্যালটে। গ্রামে তেমন কিছুই উন্নয়ন করতে পারেননি বাবুল সুপ্রিয়। এমনটাই অভিযোগ। এমনকী সবার বাড়িতে শৌচাগারও নেই। ছিল না পানীয় জলের ব্যবস্থা, ব্যাঙ্ক বা অন্য পরিষেবা। তৃণমূলের দাবি, বাবুলের অনুন্নয়নকেই প্রতিবাদ জানিয়ে তাঁকে পরাজিত করেছে গ্রামের মানুষ।
advertisement
যদিও বিজেপি নেতৃত্বের দাবি, বাবুল সুপ্রিয় গ্রামে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন । বিজেপি নেতৃত্বের অভিযোগ, মনোনয়ন থেকে শুরু করে ভোট পর্যন্ত তৃণমূল সন্ত্রাস চালিয়েছে। গননা কেন্দ্রে সিধাবাড়ি গ্রামের বিজেপি প্রার্থী ও এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি! সেইকারণেই এই পরাজয়।
আরও পড়ুন-নদিয়া জেলা পরিষদেও সবুজ সুনামির ইঙ্গিত
advertisement
Location :
First Published :
May 18, 2018 6:50 PM IST
