আরও পড়ুন: নদীর তীরে পোঁতা ২ দেহ, থমথমে ইসলামপুর
বিজেপির দাবি, পুরো ঘটনার দায় সরকারকে নিতে হবে। ছাত্র মৃত্যুর দায় অন্য কারও ঘাড়ে ঠেলে দিলে চলবে না। পুলিশ কার নির্দেশে, কোন পরিস্থিতিতে নিরীহ ছাত্রদের আন্দোলনে গুলি চালাল, তা প্রকাশ্যে নিয়ে আসতে হবে। পাশাপাশি শিক্ষামন্ত্রী শিক্ষক নিয়োগের দায় অন্য কারও ঘাড়ে ঠেলে দিয়ে অব্যাহতি পেতে পারে না।
advertisement
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ ঘিরে বিতর্ক, ইসলামপুরে ছাত্র সংঘর্ষে নিহত আরও ১
বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনার পর থেকেই থমথমে উত্তর দিনাজপুরের ইসলামপুর৷ শনিবারও বন্ধ ইসলামপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়৷ গন্ডগোলে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ রাতভর গলঞ্চা নদীর ধারে পোঁতা রয়েছে রাজেশ ও তাপসের দেহ৷ দেহ পাহারা দিচ্ছে দুই পরিবার৷ দাহ করতে দেওয়া হচ্ছে না৷
শনিবার ইসলামপুরে মিছিল করেন গ্রামবাসীরা৷ দাড়িভিটে পথ অবরোধ, অবস্থান বিক্ষোভ, অবরোধে সামিল হন ছাত্রছাত্রীরা৷ বিক্ষোভে সামিল হন অভিভাবকরাও৷ বিক্ষোভে সামিল ছিলেন মহিলা ও শিশুরাও৷ ২ ছাত্রের মৃত্যুর সিবিআই তদন্ত দাবি করেছে গ্রামবাসীরা৷ দোষীদের শাস্তির দাবিতে মিছিল, অবরোধ কয়েক ঘণ্টা ধরে চলে অবরোধ মিছিলে সামিল হন সিপিএম নেতৃত্ব ছিলেন সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্যরা৷
দেখুন ভিডিও: কী ঘটেছে ইসলামপুরে? দেখুন