TRENDING:

Birbhum News- ক্রিকেট, ফুটবল খেলে মনোনয়নপত্র জমা তৃণমূলের

Last Updated:

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পৌরসভার নির্বাচনের পাশাপাশি রয়েছে বীরভূমের পাঁচটি পৌরসভার নির্বাচন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পৌরসভার নির্বাচনের পাশাপাশি রয়েছে বীরভূমের পাঁচটি পৌরসভার নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ করে ফেলেছেন প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে অভিনবত্বের বিচারে স্বাভাবিকভাবেই যাদের এগিয়ে থাকা উচিত অর্থাৎ শাসক দল, তারাই এগিয়ে রয়েছে বীরভূমে।
advertisement

বীরভূমের পাঁচ পৌরসভার নির্বাচনের জন্য তৃণমূল প্রার্থীরা ইতিমধ্যেই নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন। বীরভূমের বহু ওয়ার্ডে বিরোধী দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেন নি। শাসক দল যেমন নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ সম্পূর্ণ করেছে, ঠিক তেমনি তারা মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রেও অভিনবত্ব দেখিয়েছে এবারের পৌর নির্বাচনে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বোলপুর পৌরসভার প্রার্থীরা কেউ লতা মঙ্গেশকরের ছবি নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান, আবার কেউ ডাংগুলি খেলতে খেলতে মনোনয়নপত্র জমা দিতে যান। সেই একই ধরনের অভিনবত্ব বজায় থাকল পরের দিনের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রেও। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বোলপুরে লক্ষ্য করা যায় কোন প্রার্থী ফুটবল খেলতে খেলতে মনোনয়নপত্র জমা দিতে এসেছেন, আবার সিউড়িতে লক্ষ্য করা যায়, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ক্রিকেট খেলে ফেললেন তৃণমূল প্রার্থী এবং কর্মী-সমর্থকরা। মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে এই ধরনের নানান অভিনবত্ব চোখে পড়ে। খেলা ছাড়াও আবার সাঁইথিয়া পৌরসভার এক তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করা যায় বাঁশি বাজিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন।

advertisement

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News- ক্রিকেট, ফুটবল খেলে মনোনয়নপত্র জমা তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল