বীরভূমের (Birbhum) সিউড়ি রেল (Railway) স্টেশন থেকে হাওড়া যাওয়ার জন্য যে সকল ট্রেন রয়েছে তার মধ্যে অন্যতম একটি ট্রেন ছিল এই সিউড়ি হাওড়া এক্সপ্রেস। এই ট্রেনটি আগে প্রতিদিন বৈকাল সাড়ে পাঁচটার সময় সিউড়ি রেল স্টেশন থেকে ছেড়ে সাঁইথিয়া হয়ে হাওড়ার দিকে রওনা দিত। কিন্তু সময়সূচী উপযুক্ত না হওয়ার কারণে এই ট্রেনে যাত্রী সংখ্যা ছিল কম। সিউড়ির বাসিন্দারা এই ট্রেনের সময়সূচি পরিবর্তন করে নতুন সময়সূচী দাবিতে একাধিকবার রেল দপ্তরের বিভিন্ন আধিকারিকদের স্মারকলিপি জমা দেন। কিন্তু সময়সূচি পরিবর্তনের বদলে ২০১৯ সালের ১ মার্চ থেকে এই ট্রেনটিকে সিউড়ি রেলস্টেশন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ১৩০৫৩/১৩০৫৪ হাওড়া সিউড়ি ইন্টারসিটি এক্সপ্রেস/সিউড়ি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির নাম পরিবর্তন করে হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস নামে রাধিকাপুর পর্যন্ত বিস্তৃত করা হয়।
advertisement
এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ে জেলার বাসিন্দাদের মধ্যে। একাধিকবার এই ট্রেন যাতে বন্ধ না করা হয় তার দাবিতে আন্দোলন হয়। তবে সেই সকল আন্দোলন ও দাবি-দাওয়ার কোন সুরাহা এখনো পর্যন্ত হয়নি। তবে এবার সিউড়ি শহরের বাসিন্দাদের এই সকল দাবী দাওয়া যাতে পূরণ হয় তার জন্য সাংসদ শতাব্দী রায় খোদ রেলমন্ত্রীকে এই বিষয়ে একটি চিঠি দিলেন। সেই চিঠিতে ১৩০৫৩/১৩০৫৪ হাওড়া সিউড়ি ইন্টারসিটি এক্সপ্রেস/সিউড়ি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালু করার দাবির পাশাপাশি এর সময়সূচী পরিবর্তনের দাবিও তুলেছেন তিনি। শহরের বাসিন্দাদের দাবীদাওয়া অনুযায়ী চিঠিতে নতুন সূচি হিসাবে যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে তা হলো সিউড়ি থেকে ছাড়ার সময় ভোর সাড়ে চারটে এবং হাওড়া থেকে ছাড়ার সময় সন্ধ্যা ছয়টা।