এই বিষয়ে তাঁরা জানিয়েছেন, বিশ্বভারতী সংলগ্ন এলাকায় হাজারের বেশি পড়ুয়া আরবি ভাষা নিয়ে পড়াশোনা করে। এর পাশাপাশি ১৬টি বিদ্যালয়ের তরফ থেকে প্রধান শিক্ষক এবং অন্যান্য অবিলম্বে বিশ্বভারতীতে আরবি ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর চালু করার আবেদন জানিয়েছেন। তাদের অভিযোগ, বিশ্বভারতীতে অনেক ভাষায় যেমন ফারসীতে এলাকায় পড়াশোনা করানো না হলেও স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স করার ব্যবস্থা রয়েছে। তাহলে কেন আরবি ভাষায় এই ব্যবস্থা গ্রহণ করা হবে না। এই সকল পড়ুয়ারা এবং শিক্ষকরা অবিলম্বে বিশ্বভারতীতে আরবি ভাষায় স্নাতক এবং স্নাতকোত্তর চালু করার দাবি তোলার পাশাপাশি অবিলম্বে বিভাগের সমস্ত স্থায়ী পদে নিয়োগের দাবিও তুলেছেন।
advertisement
আরবি ভাষায় পাঠরত এক ছাত্রী তাজমিরা খাতুন জানিয়েছেন, "বিশ্বভারতীতে আরবি ভাষায় স্নাতক এবং স্নাতকোত্তর না থাকার কারণেই আমাদের দূর-দূরান্তে পড়াশোনা করতে যেতে হয়। ২০১৮ সাল থেকে আমরা এই বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে আবেদন জানাচ্ছি। কিন্তু সেই সকল আবেদন সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।"