#বীরভূম : প্রায় দু'বছর পর অষ্টম শ্রেণির পড়ুয়ারা স্কুলের মুখ দেখছে। এর আগে যখন প্রথম এবং দ্বিতীয় দফায় স্কুলের দরজা খুলে দেওয়া হয়েছিল, সেই সময়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে গিয়েছিল। কিন্তু অষ্টম শ্রেণির পড়ুয়ারা দীর্ঘ সময় পর স্কুলের মুখ দেখার কারণে, বোলপুর উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে এই দিনটিকে মনে রাখার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হল। দিনটিকে স্মৃতিমধুর করে তুলতে ফ্লেক্স বানিয়ে তাদের স্বাগত বার্তা দেওয়া হয়। এর পাশাপাশি থার্মাল স্ক্যানিং সহ স্কুলে প্রবেশ করানো হয় এবং অভ্যর্থনা দিতে একটি করে হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয়। এর পাশাপাশি দেওয়া হয় একটি করে চকলেট। এই স্কুলের শিক্ষকদের এমন ব্যবস্থাপনায় অত্যন্ত খুশি অষ্টম শ্রেণির পড়ুয়ারা।