#বীরভূম : প্রজাতন্ত্র দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শহীদ রাজেশ ওরাংকে সম্মান জানাতে এবং পরিবারের প্রতি সমবেদনা জানাতে একটি মোমেন্টো পাঠালেন। এদিন এই সম্মাননা ১৫ ব্যাটালিয়ন এনসিসি তরফ থেকে তুলে দেওয়া হয় রাজেশ ওরাং-এর পরিবারের সদস্যদের হাতে। এর পাশাপাশি বীরভূমের আরও যে সকল শহীদ পরিবারগুলি রয়েছেন, তাদেরও এই সম্মাননা প্রদান করা হয়।