শান্তিনিকেতনের ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন দেওয়ালে শাসক দল তৃণমূল প্রচার শুরু করেছে সদ্যপ্রয়াত নারায়ণ দেবনাথের নন্টে ফন্টেকে হাতিয়ার করে। এখানকার তৃণমূল কর্মী সমর্থকরা জানিয়েছেন, "শান্তিনিকেতন ঘেঁষা এই এলাকায়, সদ্যপ্রয়াত শিল্পী নারায়ণ দেবনাথ কে শ্রদ্ধা জানাতেই এমন অভিনব দেওয়াল লিখন শুরু করা হয়েছে। আমরা এখানে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে, শান্তিনিকেতনের রুচিসম্পন্ন মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়ে এমন ধরনের দেওয়াল লিখন শুরু করেছি।"
advertisement
এমন অভিনব এই দেওয়াল লিখনের পরিপ্রেক্ষিতে শান্তিনিকেতনের বাসিন্দারাও শ্রদ্ধা জানিয়েছেন সদ্যপ্রয়াত নারায়ণ দেবনাথকে এবং এই ধরনের দেওয়াল লিখনকে। বাসিন্দাদের দাবি, ভোট পেরিয়ে গেলেও এই সকল শিল্পকলা দেওয়ালে অক্ষরে অক্ষরে থেকে যাবে।
Location :
First Published :
Feb 08, 2022 3:21 PM IST