ঘটনার পর গলাকাটা অবস্থায় আবসার আলীকে মুরারই হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার ওই যুবকের দেহ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার পর নিহত ভাইয়ের বাবা শেরবান খান মুরারই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।নিহতের বাবা শেরবান খান জানিয়েছেন, "গতকাল সম্পত্তি নিয়ে আমাদের একটি সালিশি সভা হয়। তারপর আমরা রাতে চলে আসি। রাতে আমরা সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমার বড় ছেলে এসে ছোট ছেলের গলায় ছুরি লাগিয়ে তাকে খুন করে। তখন আমি চিৎকার করে বলি এ কি করলি। সঙ্গে সঙ্গে ও ছুটে পালিয়ে যায়।" ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বড় ছেলের এমন কীর্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন বাবা শেরবান খান। পুলিশের তরফ থেকে ঘাতক দাদাকে খোঁজার জন্য তল্লাশি শুরু করা হয়েছে।
advertisement