অন্যদিকে, বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে এই সম্মান প্রদানের পরই বৃহস্পতিবার ভুবন বাদ্যকরকে ডাকা হয় রাজ্য পুলিশের সদর দফতরে। বীরভূমের এক ডিএসপি পদমর্যাদার পুলিশ অফিসার এবং দুবরাজপুর থানার এক পুলিশ আধিকারিক তাকে ভবানী ভবন নিয়ে যান। যেখানেও তার থেকে গান শোনেন রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্য, এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এই গান শোনার পাশাপাশি তাকে ফুলের তোড়া এবং উত্তরীয় হিসাবে শাল দিয়ে সম্মান জানানো হয়। স্বাভাবিকভাবেই রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের থেকে এমন সম্মান পাওয়ায় খুশি বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর।
advertisement
বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তিনি কাঁচা বাদাম বিক্রি করতেন। কাঁচা বাদাম বিক্রি করার সময় তিনি যে গান গাইতেন সেই গান অর্থাৎ কাঁচা বাদাম গানটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর ভাইরাল হলে তিনি রাতারাতি সেলিব্রিটিতে পরিণত হন।