এইসকল বিশ্বাস থেকেই প্রতিবছর ফলহারিণী অমাবস্যা দিন বীরভূমের(Birbhum) তারাপীঠ(Tarapih) তীর্থক্ষেত্রে তারা মায়ের শরণাপন্ন হন হাজার হাজার পুণ্যার্থীরা। ভিড়ের দিক থেকে হিসাব করলে কৌশিকী অমাবস্যার পরেই ফলহারিণী অমাবস্যায় তারাপীঠে(Tarapith) সবচেয়ে বেশি ভক্তদের(Devotees) ভিড় লক্ষ্য করা যায়। তবে এই বছর রেল পরিষেবা ব্যাহত থাকার কারণে ভক্তদের ভিড়ে কিছুটা হলেও লাগাম পড়েছে। সেই কথায় জানিয়েছেন তারাপীঠ মন্দির(Tarapith Temple) কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়।অন্যদিকে ফলহারিণী অমাবস্যায় সন্ধ্যাবেলায় তারা মাকে সাজানো হবে রাজবেশে ফল দিয়ে। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে ভক্তরা তারা মাকে মিষ্টান্ন ভোগের পাশাপাশি ফল দিয়ে ভোগ দেন। এই ফলহারিণী অমাবস্যা এবং তার বিশেষত্ব সম্পর্কে আরও বিস্তারিত জানালেন তারাময় মুখোপাধ্যায়। তিনি বলেন, "মা তারা(Maa Tara) আজ চার হাতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নিয়ে বসে আছেন। আজকের দিনে পুজো দিয়ে ভক্তরা কিন্তু সেই ফলই চেয়ে নেবেন"।
advertisement
মাধব দাস