TRENDING:

Birbhum News: নিমগাছের নিচে পুজোর আয়োজন, বীরভূমের বেহিরা গ্রামের ইতিহাস অবাক করা

Last Updated:

কয়েক শতাব্দী ধরে এই রীতি চলে আসছে সিউড়ি দু'নম্বর ব্লকের অন্তর্গত বেহিরা গ্রামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ। এই তেরো পার্বণে বিভিন্ন দেবদেবীর আরাধনা করতে দেখা যায়। আরাধনার ক্ষেত্রে রয়েছে মূর্তি পুজোর রীতি। তবে বীরভূমের এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামে কোন মূর্তি পূজো হয় না। সামনে এই যে কালীপুজো, গ্রামের বাসিন্দারা কালীপুজো করলেও মূর্তি পুজো করবেন না। কয়েক শতাব্দী ধরে এই রীতি চলে আসছে সিউড়ি দু'নম্বর ব্লকের অন্তর্গত বেহিরা গ্রামে।
advertisement

এখন প্রশ্ন জাগতে পারে কেন এই গ্রামের বাসিন্দারা মূর্তি পূজো করেন না? কারণ হিসাবে গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, তাদের গ্রামেই বক্রেশ্বর নদীর ধারে রয়েছে নিম্বোবাসিনী মা। যাকে অনেকে দেহীরা কালি মাও বলে থাকেন। কথিত বিভিন্ন কাহিনী থেকে জানা যায়, এখানে ভরদ্বাজ মুনি সাধনা করতেন এবং সেখানে থাকা একটি প্রাচীন নিমগাছের নিচে এই নিম্নবাসিনী মায়ের প্রতিষ্ঠা হয়। তারপর থেকে প্রতিবছর এখানে নিম্ববাসিনী মায়ের পুজো করা হয়ে থাকে। এই নিম্নবাসিনী মায়ের জন্যই গ্রামের বাসিন্দারা গ্রামে কোনরকম মূর্তি পূজো করেন না।

advertisement

আরও পড়ুন: এত বড় সাপ? মাথাভাঙ্গায় ১০ ফুটের বিশাল আকার রক পাইথন উদ্ধার! দেখুন

গ্রামের বাসিন্দাদের তরফ থেকে জানা যাচ্ছে, তারা পূর্বপুরুষদের সময়কাল থেকেই এই রীতি দেখে আসছেন এবং গ্রামের অমঙ্গল যাতে না হয় তার জন্য কোন মূর্তি পূজো করেন না। কালীপুজো ছাড়াও অন্যান্য পুজোতেও কোনরকম মূর্তি পূজো হয় না। এমনকি সরস্বতী পুজোতে বাড়িতে বাড়িতে পুজো হলেও ঘটে অথবা পটে পুজো করা হয়ে থাকে। পরিবর্তে এলাকার বাসিন্দারা নিম্নবাসিনী মাকে কখনো দুর্গা, কখনো কালি, কখনো লক্ষ্মী, কখনো আবার সরস্বতী রূপে পূজা করে থাকেন তিথি অনুযায়ী।

advertisement

View More

আরও পড়ুন: বিউটি স্লিপ বলে কিছু হয়, না কি কথার কথা? ঘুম নিয়ে এগুলি অবশ্যই জানুন

সামনেই দীপান্বিতা অমাবস্যায় বিভিন্ন জায়গায় ধুমধাম করে কালীপুজোর আয়োজন করা হলেও এই বেহিরা গ্রামে কোন কালী মূর্তির পুজোর আয়োজন হবে না। বরং গ্রামের প্রতিটি মানুষ বক্রেশ্বর নদীর ধারে নিম্ববাসিনী মাকেই দেবিকালিকা রূপে পুজো করবেন, যা কয়েক শতাব্দী ধরেই হয়ে আসছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এবার জীবাণু 'রাজা' করে দেবে মাছ চাষিদের, ডবল লাভ আসবে ঘরে! কীভাবে জানুন
আরও দেখুন

মাধব দাস

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: নিমগাছের নিচে পুজোর আয়োজন, বীরভূমের বেহিরা গ্রামের ইতিহাস অবাক করা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল