রবিবার ভোট শুরু হওয়ার পর ভোটারদের নকুলদানা এবং বাতাসা দিতে দেখা যায় বোলপুরে। বোলপুরে ভোট কেন্দ্রের বাইরে কেষ্ট দা'র নকুলদানা ও বাতাসা দেওয়া হয় ভোটারদের। এই ছবি লক্ষ্য করা যায় বোলপুর পুরসভার পাঁচ নং ওয়ার্ডের জামবুনি পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজ ৪৩ এবং ৪৪ নং বুথে। ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তাপসী বাউড়ির কর্মী সমর্থকরা নকুলদানা ও বাতাসা দেন। অন্যদিকে একই ধরনের ছবি লক্ষ্য করা যায় সিউড়িতেও। সিউড়িতে এই ছবি লক্ষ্য করা যায় বিকাল বেলায়। যেখানে দেখা যায় সিউড়ি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সেহেড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে তৃণমূল কর্মী সমর্থকরা নকুলদানা বিলি করছেন। এর পাশাপাশি এদিন তারা কাঁসরঘন্টা নিয়ে উচ্ছ্বাসে মাতেন।
advertisement
অন্যদিকে রবিবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল নিজের নিরাপত্তা রক্ষীর গাড়িতে চেপে বাড়ি থেকে ভোট কেন্দ্রে আসেন। বোলপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের ভগবত প্রাথমিক বিদ্যালয়ে তিনি এদিন ভোট দান করেন। এর পর সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি নকুলদানা ও বাতাসা দেওয়ার পরিপ্রেক্ষিতে জানান, "ভোটাররা জল খেতে চাইছিলেন। কিন্তু শুধু জল তো আর দেওয়া যায় না। যে কারণে নকুলদানা আর বাতাসা দেওয়া হয়েছিল জলের সঙ্গে।" এছাড়াও তিনি এ দিন জানান, 'বিকালের পর থেকে পাড়ায় পাড়ায় হকি খেলা হবে।'