সম্প্রতি অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে হানা দেয় সিবিআই। পরে বোলপুরের অস্থায়ী ক্যাম্পে সুকন্যার গাড়ির চালক তুফান মির্ধাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করেন অফিসারেরা৷ সূত্র মারফত জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে দুটি কোম্পানির যুগ্ম ডিরেক্টর ছিলেন এই বিদ্যুৎ বরণ গায়েন।
advertisement
বুধবার শান্তিনিকেতনের রতনকুঠি গেস্ট হাউসে অস্থায়ী ক্যাম্প অফিসে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেখান থেকে যান অনুব্রতর ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বোলপুরের বাড়িতে৷ সূত্রের খবর, প্রায় এক ঘণ্টা বিদ্যুৎবরণের বাড়িতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়৷
এখানে উল্লেখ্য, এএনএম এগ্রনমি ফুড অ্যান্ড প্রাইভেট লিমিটেড ও মাকালি ট্রেডার্স নামে দুটি কোম্পানির যুগ্ম ডিরেক্টর অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল ও বিদ্যুৎ বরণ গায়েন৷ এই দুজনের নামে বেশ কয়েকটি ব্যঙ্ক অ্যাকাউন্ট রয়েছে৷ তাতে কোটি কোটি টাকা লেনদেনের নথি আগেই হাতে পেয়েছে সিবিআই। কিন্তু, অসুস্থতার কারণে বিদ্যুৎবরণ গায়েনকে সেভাবে কখনও জিজ্ঞাসাবাদ করতে পারেননি তদন্তকারীরা।
ভ্যাপসা গরম থেকে কবে মুক্তি? ভারতে ঢুকে গেছে বর্ষা, পশ্চিমবঙ্গে আসছে কবে? জানাল আবহাওয়া দফতর
অন্যদিকে, সুকন্যা মণ্ডলের গাড়ি চালক তুফান মির্ধাকেও এদিন রতনকুঠির অস্থায়ী ক্যাম্প অফিসে ডেকে পাঠানো হয়৷ সেখানেও দীর্ঘক্ষণ চলে জিজ্ঞাসাবাদ৷ এর পাশাপাশি, বোলপুরের বেশ কয়েকজন ব্যাঙ্ক আধিকারিককেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর৷
Subhadip Pal