করোনার এই টিকা দেওয়ার ক্ষেত্রে আগে যেভাবে, অর্থাৎ যে প্রক্রিয়ায় নাম নথিভুক্ত করে টিকা দেওয়া হচ্ছিল, সেই একই পদ্ধতি অনুসরণ করে টিকা দেওয়া শুরু হয়েছে। সোমবার বীরভূমে প্রথম শুরু হল ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকা দেওয়ার প্রক্রিয়া। এদিন সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল পাবলিক এন্ড ইনস্টিটিউশনে বীরভূম জেলা শাসক বিধান রায় এবং বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি উপস্থিত থেকে এই প্রক্রিয়া শুরু করলেন। এদিন এই স্কুলের ১২ বছর অথবা তার ঊর্ধ্ব বয়সীদের এই টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হলো।
advertisement
বীরভূম জেলা শাসক বিধান রায় জানান, "ছোটদের জন্য এই যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তার নাম হলো কর্বিভ্যাক্স। ১২ বছর অথবা তার বেশি বয়সীদের সোমবার থেকেই এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করা হলো আমাদের জেলায়। কো-উইন পোর্টালে নাম নথিভুক্ত করে এই টিকা দেওয়া হচ্ছে। অর্থাৎ আগের পদ্ধতি অনুযায়ী একইভাবে এই টিকা দেওয়ার কাজ চালানো হচ্ছে।" বীরভূমের সিউড়ি এক নম্বর ব্লকের কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল পাবলিক এন্ড ইনস্টিটিউশন ছাড়াও বীরভূমের বিভিন্ন স্কুল এবং পৌরসভার তরফ থেকে ব্যবস্থাপনা করে এদিন এই টিকা দেওয়ার কাজ করা হয়। টিকা নেওয়ার পর পড়ুয়ারা জানিয়েছেন, টিকা নিয়ে কোনোরকম অসুবিধা অনুভব করছেন না তারা। বরং তারা স্কুলের মধ্যেই টিকা পেয়ে খুশি।