সোশ্যাল মিডিয়ায় এখন সেলফির রমরমা ৷ আপনার যেকোনও প্রোফাইলে একবার স্ক্রোলডাউন করলেই দেখবেন বেশ কয়েকখানা সেলফি ৷ কিন্তু হঠাৎ করেই কী এত সেলফির রমরমা ৷ সময়-সুযোগ পেলেই দু -চারখানা ছবি তুলে নেওয়া যাক এরকম কী হয় ৷
না বিষয়টা কিন্তু এত সহজ নয় ৷ এর শিকড় রয়েছে অনেক গভীরে ৷ সম্প্রতি একটি রিসার্চ হয়েছে যার শীর্ষক -'Economic inequality drives female sexualization' সোজা কথায় ‘অর্থনৈতিক বৈষম্য মহিলাদের যৌন বিপণনের প্রকাশ আরও বাড়িয়ে দেয় ৷ ’ এই সমীক্ষাপত্র প্রকাশিত হয়েছে প্রসিডিংস অফ দ্য ন্যাশানাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস (PNAS) ৷ তারা বলছেন অর্থৈনতিক বৈষম্য ঘোচাতেই মহিলারা নিজেদের সৌন্দর্যে যৌনতার প্রকাশের মোক্ষম অস্ত্রটি ব্যবহার করেন ৷
advertisement
আরও পড়ুন -উর্ধ্বাঙ্গ অনাবৃত রেখে রাস্তায় নামলেন প্রতিবাদী মার্কিন নারী-পুরুষরা
পুরুষরা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের জন্য রোজকার জীবনে যেভাবে দাপট দেখান সেটার থেকে মুক্তি পেতেই এই পথে আনাগোনা মেয়েদের ৷ যে দেশে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা বেশি সেখানকার মেয়েদের মধ্যে এভাবে সেক্সি সেলফি তোলার ট্রেন্ড খুব একটা বেশি দেখা যায় না ৷
এই সমীক্ষার অন্যতম রিসার্চার খানদিস ব্লেকের মতে যখন অল্প বয়সী মেয়ে ক্যামেরার সামনে ইচ্ছাকৃতভাবে নিজের বিকিনি ঠিক করে তখন কোথাও তার মনে পুরুষশাসিত সমাজের দম্ভকে ভেঙে দেওয়ার একটা মরিয়া চেষ্টা থাকে ৷