TRENDING:

প্রযোজক হলেন ওবামা দম্পতি, ছবি তৈরিতে দিচ্ছেন মন

Last Updated:

মানুষের স্বার্থে কাজ করার সপথ নিয়েছেন এই দম্পতি৷ এবার মানুষের সঙ্গে যোগাযোগ হবে সরাসরি টিভির মাধ্যমে৷ নেটফ্লিক্সের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বারাক ওবামা ও মিশেল ওবামা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লস অ্যাঞ্জেলস: মানুষের স্বার্থে কাজ করার সপথ নিয়েছেন এই দম্পতি৷ এবার মানুষের সঙ্গে যোগাযোগ হবে সরাসরি টিভির মাধ্যমে৷ নেটফ্লিক্সের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বারাক ওবামা ও মিশেল ওবামা৷ প্রযোজকের ভূমিকায় এলেন তাঁরা৷ ওবামাদের হায়ার গ্রাউন্ড প্রোডাকশনেই তৈরি হবে নানা তথ্যচিত্র বা ছায়াছবি যা মূলত বলবে মানুষের কথা৷
advertisement

Photo Courtesy: Twitter

আরও পড়ুন রয়্যালদের ‘আজব’ সব নিয়ম, জানলে অবাক হবেন

সাধারণ মানুষকে নিয়ে এবং মানুষের প্রয়োজনে ভিডিও বানাবেন তাঁরা৷ এই বিষয় চুক্তি হয়েছে দুপক্ষের৷ ওবামাদের তৈরি ভিডিওয়ে থাকবে না কোন রাজনীতির কথা৷ মার্কিন রাষ্ট্রপতি থাকাকালীন বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে দেখা এবং মেশার সুযোগ হয়েছিল বারাক ওবামার ৷ তাদের দুঃখ, সমস্যা খুব কাছ থেকে দেখেছিলেন তিনি৷ তখন থেকেই এই চিন্তাভাবনা শুরু করেন ওবামা দম্পতি৷ বিবৃতিতে এমনই জানিয়েছেন বারাক ও মিশেল ওবামা৷

advertisement

আরও পড়ুনরাজবাড়ির বউ, তাই এগুলো আর করতে পারবেন না মেগান

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

এই চিক্তির ফলে উৎসাহ পাবেন নেটফ্লিক্সের প্রায় ১ কোটি গ্রাহক, জানাচ্ছেন নেটফ্লিক্স কর্তৃপক্ষ৷ তবে তাঁদের প্রোডাকশনের কাজ তৈরি হতে হতে ২০১৯ হয়ে যাবে, জানিয়েছে নেটফ্লিক্স৷ ওবামার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরে শুরু করেছিলেন এই কাজ৷ তাঁর তৈরি তথ্যচিত্র অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ-র জিতেছিল অস্কার৷ আপাতত ওবামা দম্পতির কাজের অপেক্ষায় থাকলাম আমরা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রযোজক হলেন ওবামা দম্পতি, ছবি তৈরিতে দিচ্ছেন মন