আরও পড়ুন
সোনমের বরকে নিয়ে ‘আপসেট’ রণবীর, কিন্তু কেন ?
এক ফিল্মি অনুষ্ঠানে শক্তি কাপুর জানালেন, শ্রদ্ধা আপাতত কেরিয়ার নিয়েই বেশি ভাবছে ৷ তবে বাবা হিসেবে মেয়ের বিয়ে নিয়ে একটু উৎসাহ তো থাকবেই৷ তবে আমি জীবনসঙ্গী বেছে নেওয়ার ব্যাপারে শ্রদ্ধাকে পুরো স্বাধীনতা দিয়েছি ৷ শ্রদ্ধা নিজের পছন্দের পুরুষকেই বেছে নেবে ৷
advertisement
প্রভাসের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় ‘শাহো’র শ্যুটিং ফ্লোর থেকেই ৷ তবে এই বিষয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি শ্রদ্ধা বা প্রভাস কেউ-ই ৷
Location :
First Published :
May 16, 2018 11:03 AM IST