বারবার চেষ্টা করেও ধরতে পারেনি অলীককে ৷ যকৃতের সমস্যায় ডাক্তার দেখাতে অলীক ভুবনেশ্বরে গিয়েছিলেন ৷ অলীকের মোবাইল ফোনের টাওয়ার লোকেট করেই পুলিশ পৌঁছয় গ্রেফতার ৷
আজ রাতেই কঠোর নিরাপত্তায় ট্রানজিট বিমানে কলকাতায় আনা হবে অলীককে ৷ আগামিকাল তাঁকে বারুইপুর আদালতে তোলা হবে ৷ মূলত পঞ্চায়েত ভোট পর থেকেই সে নিরুদ্দেশ চলছিল তাঁর বিরুদ্ধে তল্লাশি ৷
advertisement
আরও পড়ুন : নদিয়ায় রেশনে দুর্নীতির অভিযোগে ৪টি চালকলে সিআইডি তল্লাশি, বাজেয়াপ্ত নিম্নমানের চাল
Location :
First Published :
May 31, 2018 7:11 PM IST