TRENDING:

Embarrassment | Zodiac Signs: বিরক্ত হলে কে কেমন ভাবে প্রতিক্রিয়া জানান? বলে দিচ্ছে রাশিচক্র, দেখে নিন জন্মদিন মিলিয়ে!

Last Updated:

বিব্রত হয়ে পড়লে কে কেমন প্রতিক্রিয়া দেবেন তা জেনে রাখা ভালো। (Embarrassment | Zodiac Signs)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিব্রতকর বা বিরক্তিকর অবস্থার সম্মুখীন হওয়া আমাদের রোজকার রুটিনের অংশ (Embarrassment | Zodiac Signs)। কিন্তু কাজের জায়গায় এমন পরিস্থিতি সামলে ওঠাটাই বুদ্ধিমানের কাজ। তবে বিব্রত হয়ে পড়লে কে কেমন প্রতিক্রিয়া দেবেন তা জেনে রাখা ভালো (Embarrassment | Zodiac Signs)। চলুন দেখে নেওয়া যাক রাশিচক্র আমাদের এ বিষয়ে সাহায্য করতে পারে কি না? (Embarrassment | Zodiac Signs)
বিরক্ত হলে কে কেমন ভাবে প্রতিক্রিয়া জানান? বলে দিচ্ছে রাশিচক্র, দেখে নিন জন্মদিন মিলিয়ে!
বিরক্ত হলে কে কেমন ভাবে প্রতিক্রিয়া জানান? বলে দিচ্ছে রাশিচক্র, দেখে নিন জন্মদিন মিলিয়ে!
advertisement

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। বিব্রত ভাব কাটাতে মেষ জাতক-জাতিকারা সারা দিনের কাজে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করেন যাতে সহজেই মনোযোগ স্থানান্তরিত করা যায়।

আরও পড়ুন: বুক ফাটে তবু মুখ ফোটে না, ভালোবাসি বলতে হোঁচট খায় এই রাশির জাতক-জাতিকারা!

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। বৃষরাশির জাতক-জাতিকারা এমন পরিস্থিতি কাটাতে সত্যি বিব্রত হয়ে পড়েন।

advertisement

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। এঁরা সাধারণত বিব্রত অবস্থায় পড়লে লজ্জা পেয়ে যান। চেষ্টা করেন বিষয়টিকে হেসে উড়িয়ে দিতে।

কর্কট (Cancer): জুন২১ থেকে জুলাই ২২। কর্কট জাতক-জাতিকারা ইমোশনাল স্বভাবের হন। তাই বিব্রতকর অবস্থার সম্মুখীন হলে এঁরা ভেতরে ভেতরে প্রায় কেঁদেই ফেলেন। তবে বাইরে থেকে দেখে সেটা বোঝার উপায় নেই।

advertisement

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। সিংহ জাতক-জাতিকারা বেশ আত্মবিশ্বাসী। কোনও রকম অস্বস্থিকর অবস্থায় পড়লে এঁরা আত্মবিশ্বাস ও মাধুর্যের সঙ্গে তা সহজ করে নেন।

আরও পড়ুন: এই পাঁচ রাশির জাতক-জাতিকারা সহজেই ছেড়ে যান অন্যকে, জানেন কেন তাঁরা এমন করেন?

কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। নিজে এই রকম অবস্থায় পড়লে কন্যারা হয় পাশ কাটাতে চান বা অন্যের কথা প্রসঙ্গে বিষয়টির মোড় ঘুরিয়ে দেন।

advertisement

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। বিব্রতকর অবস্থায় এঁদের আত্মপ্রকাশ অন্যদের বিচলিত করে দেয়। অনেকে বুঝতেই পারেন না ঠিক কী ঘটছে।

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। এঁরা স্বভাবতই প্রতিহিংসাপরায়ণ। কেউ এঁদের বিব্রত অবস্থায় ফেললে বৃশ্চিক জাতক-জাতিকারা তাদের শত্রুর তালিকায় ফেলে দেবেন ও মনে রাখবেন।

advertisement

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। হাত-পা ঝাড়া স্বভাবের ধনুরা এই সব বিষয় গায়েই মাখেন না।

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। এঁরা বাইরে থেকে ‘ডোন্ট কেয়ার’ হাবভাব দেখালেও ভেতরে ভেতরে কিন্তু বিষয়টিকে ব্যক্তিগত ভাবে নিয়ে নেন।

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। এঁদের কাঁদো-কাঁদ মুখের অভিব্যক্তি বলে দেবে বিব্রত অবস্থায় তাঁরা কেমন অনুভব করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
মঞ্চে উঠলেই দর্শকরা স্তব্ধ, মাত্র ১১ বছর বয়সেই কাঁপিয়ে দিচ্ছে পুরুলিয়ার খুদে 'তারকা'
আরও দেখুন

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। মীনরা হয় তো বাইরে থেকে কিছু বুঝতে দেন না কিন্তু সারা জীবন এই ধরনের ঘটনার কথা মনে রাখেন।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Embarrassment | Zodiac Signs: বিরক্ত হলে কে কেমন ভাবে প্রতিক্রিয়া জানান? বলে দিচ্ছে রাশিচক্র, দেখে নিন জন্মদিন মিলিয়ে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল