এখন সবার মনেই একটা প্রশ্ন উঠছে বারবার ৷ দীপাবলি ও ধনতেরসে সোনার দাম কমবে না বাড়বে ৷ গত বছর ধনতেরসে ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৫৬,৫০০ টাকা ৷ দিল্লির সরাফা বাজারে শুক্রবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০,৭২৯ টাকা ছিল ৷ আগের বছরের তুলনায় বর্তমানে অবশ্য সোনার দাম অনেকটাই কম রয়েছে ৷
advertisement
আরও পড়ুন: অশোধিত তেলের দামে বিরাট পতন, দেখে নিন আপনার শহরে কত কমল পেট্রোল-ডিজেলের দাম
আগামী দিনে দাম কমার সম্ভাবনা-
মানি কন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, ওরিগো ই মান্ডি অ্যাসিস্টেন্ট জেনারল ম্যানেজার, কমোডিটি রিসার্চ, তরুণ তাতসঙ্গি জানিয়েছেন সরাফা বাজারে সোনার দাম কমে ৪৬,০০০ টাকা হয়ে যেতে পারে ৷ তিনি আরও জানান, তবে বর্তমানে আন্তর্জাতিক ও দেশের বাজারে এরকম কোনও ফ্যাক্টর চোখে পড়েনি যা প্রভাব সোনার দাম পড়তে পারে ৷ প্রথমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে সোনার দাম অনেকটাই বেড়ে গিয়েছিল ৷
তরুণ আরও জানিয়েছেন, ইউরোপ ও আমেরিকায় আগামী দিনে মন্দার আশঙ্কা রয়েছে ৷ তবে এর প্রভাব সোনার দামে পড়বে না বলেই মনে করা হচ্ছে ৷ তিনি আরও জানান ২০০৮ এ যে মন্দা দেখা দিয়েছিল তার জন্য বেশির ভাগ দেশই তৈরি ছিল না ৷ তবে এবার বেশির ভাগ দেশই এর জন্য প্রস্তুত রয়েছে ৷
আরও পড়ুন: দেশের সমস্ত শহরকে পিছনে ফেলে Swiggy কন্ডোমের অর্ডার ৫৮০ গুণ বেড়েছে এই বড় শহরের
কমোডিটি কারেন্সি বিশেষজ্ঞ ভাবিক পটেল জানিয়েছেন, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনা গত চার সপ্তাহের তুলনায় অনেকটাই কম দামে ট্রেড করছে ৷ ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়ায় এরকমটা হয়েছে ৷ তিনি জানিয়েছেন, এবছর সোনার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীন ৷ মার্কিন ডলার ইন্ডেক্স মজবুত হওয়ায় এবং বন্ড ইল্ড বৃদ্ধি হওয়ায় সোনায় বিনিয়োগ কমেছে ৷ এই ট্রেন্ড আগামী দিনেও চলবে বলে অনুমান করা হচ্ছে ৷