TRENDING:

২২ না কি ২৩ অক্টোবর? এই বছরে কবে পালিত হবে ধনতেরস? রইল শহর-ভিত্তিক উৎসবের শুভ মুহূর্তও

Last Updated:

সাধারণত হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, দীপাবলির দুই দিন আগে ধনতেরস পালন করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতের বিভিন্ন রাজ্যে এখন পুরোদমে উৎসবের মরসুম চলছে। সদ্য গিয়েছে করবা চৌথ। এ-বার পালা দীপাবলির উজ্জ্বল পাঁচ দিনের। আগামী ২৪ অক্টোবর সারা দেশে আলোর উৎসবে মেতে উঠবে অসংখ্য মানুষ। অন্ধকারের বিপরীতে আলো, হতাশার বিপরীতে আশার আরাধনার প্রস্তুতি নিয়েছে আট থেকে আশি। মহারাষ্ট্র ব্যতীত দেশের বেশির ভাগ অংশেই দীপাবলি উদযাপন শুরু হয় ধনতেরসের সঙ্গে এবং শেষ হয় সেই ভাইফোঁটায় গিয়ে। এবারে জেনে নেওয়া যাক, এই বছর ধনতেরসের উৎসব কবে পালিত হবে।
advertisement

ধনতেরস কখন উদযাপিত হয়?

সাধারণত হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, দীপাবলির দুই দিন আগে ধনতেরস পালন করা হয়। এটি ভারতে ধনত্রয়োদশী নামেও পরিচিত। প্রতি বছর হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, কার্তিক মাসে এই উৎসব পালিত হয়। দৃক পঞ্চাঙ্গ অনুসারে, চলতি বছর ২২ অক্টোবর অর্থাৎ শনিবার ধনতেরস পালিত হবে। ধনতেরসের শুভ মুহূর্ত শুরু হবে সন্ধ্যা ৭টা ০০ মিনিটে এবং শেষ হবে রাত ৮টা ১৭ মিনিটে। প্রদোষ কাল চলবে বিকেল ৫টা ৪৪ মিনিট থেকে রাত ৮টা ১৭ মিনিট পর্যন্ত এবং বৃষভ কাল সন্ধ্যা ৭টা ০০ মিনিট থেকে রাত ৮টা ৫৬ মিনিট পর্যন্ত বিরাজ করবে। ত্রয়োদশী তিথির সময়কাল শুরু হবে ২২ অক্টোবর, সন্ধ্যা ৬টা ০২ মিনিটে এবং শেষ হবে ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টা ০৩ মিনিটে।

advertisement

আরও পড়ুন: হাতে মাত্র কয়েক ঘণ্টা! ধনতেরাসে সোনা না রুপো! মালমাল হতে গেলে কোনটি কিনবেন

শহর-ভিত্তিক ধনতেরসের শুভ মুহূর্ত

পুণে - সন্ধ্যা ৭টা ৩১ মিনিট থেকে রাত ৮টা ৩৬ মিনিট পর্যন্ত।

নয়াদিল্লি - সন্ধ্যা ৭টা ০১ মিনিট থেকে রাত ৮টা ১৭ মিনিট পর্যন্ত।

চেন্নাই - সন্ধ্যা ৭টা ১৩ মিনিট থেকে রাত ৮টা ১৩ মিনিট পর্যন্ত।

advertisement

জয়পুর - সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ২৪ মিনিট পর্যন্ত।

হায়দরাবাদ - সন্ধ্যা ৭টা ১৪ মিনিট থেকে রাত ৮টা ১৮ মিনিট।

গুরুগ্রাম - সন্ধ্যা ৭টা ০২ মিনিট থেকে রাত ৮টা ১৮ মিনিট পর্যন্ত।

চণ্ডীগড় - সন্ধ্যা ৬টা ৫৯ মিনিট থেকে রাত ৮টা ১৮ মিনিট পর্যন্ত।

কলকাতা - ২২ অক্টোবর বিকেল ৫টা ০৫ মিনিট থেকে ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টা ০৩ মিনিট পর্যন্ত।

advertisement

মুম্বই - সন্ধ্যা ৭টা ৩৪ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত।

বেঙ্গালুরু - সন্ধ্যা ৭টা ২৪ মিনিট থেকে রাত ৮টা ২৪ মিনিট পর্যন্ত।

আমদাবাদ - সন্ধ্যা ৭টা ২৯ মিনিট থেকে রাত ৮টা ৩৯ মিনিট পর্যন্ত।

নয়ডা - সন্ধ্যা ৭টা ০০ মিনিট থেকে রাত ৮টা ১৬ মিনিট পর্যন্ত।

ধনতেরসে সোনা, রুপো, পিতল এবং তামার কোনও পণ্য ক্রয় অথবা দেবী লক্ষ্মীর ও ভগবান গণেশের মূর্তি ঘরে আনা যেতে পারে। এ-ছাড়াও পিতল, তামা বা রুপোর পাত্র, ঝাড়ু, ইলেকট্রনিক্স এবং গৃহস্থালীর নানা সামগ্রী, আসবাবপত্র বা রিয়েল এস্টেট সম্পত্তির মতো শুভ জিনিসপত্র কিনলে জাতক-জাতিকারা সৌভাগ্য লাভ করবেন বলে বিশ্বাস করা হয়।

advertisement

আরও পড়ুন: সোনা-হিরের গয়নায় বিপুল ছাড়, ধনতেরসে কেনাকাটার সবচেয়ে ভাল দোকানগুলো চিনে নিন এখনই

এই সময় ঘরে ফুল, প্রদীপ, মোমবাতি ইত্যাদি জ্বালিয়ে রাখা উচিত। এতে যে কোনও নেতিবাচক শক্তি থেকে গৃহস্থরা মুক্তি লাভ করেন। ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঘরে শুভ জিনিসের আগমন ইত্যাদি আমাদের জীবনে সুখের সঞ্চার করে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে, দেবতা ও অসুরদের দুধ-সাগর মন্থনের সময় ধনতেরসের মুহূর্তেই মা লক্ষ্মী সোনার পাত্র নিয়ে সমুদ্র থেকে আবির্ভূত হয়েছিলেন। তাই এই শুভ মুহূর্তে ধনতেরসে দেবীকে সম্পদ ও সমৃদ্ধির দেবী হিসাবে পূজা করা হয়।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
২২ না কি ২৩ অক্টোবর? এই বছরে কবে পালিত হবে ধনতেরস? রইল শহর-ভিত্তিক উৎসবের শুভ মুহূর্তও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল