মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। জন্মগতভাবেই জেদি ও অহঙ্কারি প্রকৃতির মেষ জাতক-জাতিকাদের ধৈর্য খুব কম। সুতরাং অপেক্ষা করার অভ্যেস এঁদের ধাতে নেই।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। জেদি স্বভাবের বৃষরা একদম অবহেলা সহ্য করতে পারেন না। কেউ এঁদের কথা ভুলে যেতে পারে, এটা বৃষরা মানতেই পারেন না।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। খামখেয়ালি স্বভাবের মিথুন জাতক-জাতিকারা খুব সহজেই বিরক্ত হয়ে যান। ফলে এঁদের সঙ্গে থাকতে হলে অনবরত কিছু নিয়ে ব্যস্ত থাকতে হবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। স্পর্শকাতর স্বভাবের কর্কট রাশির মানুষরা একা থাকতে অপছন্দ করেন।
আরও পড়ুন- রাশিফল ৭ অক্টোবর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। জন্মগত ভাবে নেতৃত্বদানে পারদর্শী সিংহ জাতকরা অন্যের আদেশ মেনে চলতে পারেন না। সবসময় স্পট লাইটে থাকতে চান বলে এঁরা নিজেদের মতে চলতে ভালোবাসেন।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। তুলা জাতক-জাতিকারা প্রকৃতপক্ষেই ঝড়বৃষ্টি খুব অপছন্দ করেন।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। দায়িত্বশীল প্রকৃতির তুলা জাতক-জাতিকারা অন্যায় একেবারেই সহ্য করতে পারেন না।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। সদা সতর্ক প্রকৃতির বৃশ্চিকদের সঙ্গে কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে মেশার আগে হাজারবার ভেবে নেওয়া ভালো। উল্টোদিকের মানুষটি যতই চালাক হোক না কেন এঁদের চোখে ধুলো দেওয়া সহজ নয়।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। মেসেজ করার সময় মনের কথাকে আকর্ষণীয় বানাতে আমরা নানান ইমোজি ব্যবহার করি। কিন্তু কাছের মানুষ বা বন্ধু যদি ধনু রাশির হন, তাহলে ইমোজি ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। সকলের সামনে বা যে কোনও ভিড়ের মাঝে রোম্যান্স করাটা মকরদের ঠিক আসে না। বরং এই বিষয়টা তাঁরা অপছন্দই করেন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। ক্রিয়েটিভ চিন্তাভাবনায় পারদর্শী কুম্ভ জাতক-জাতিকারা অযথা তর্ক বা ঝগড়া অপছন্দ করেন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। মীন জাতকরা সমালোচনা একেবারেই নিতে পারেন না। যতই কাছের মানুষ হোক বা ভালো কোনও বিষয়, সমালোচনা এঁদের দু’চোখের বিষ।