TRENDING:

Vastu Tips: ভুলেও ঝাঁটায় পা দেবেন না! কোন বারে কিনবেন? কীভাবে রাখবেন? সর্বনাশ ঠেকাতে জানুন জ্যোতিষাচার্যের মত!

Last Updated:

Vastu Tips: কেউ যদি এই নিয়মগুলি অনুসরণ না করেন, তাহলে তিনি বেজায় সমস্যায় পড়তে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি:  ঘরবাড়ি পরিষ্কার করার জন্য সাধারণত আমরা ঝাঁটা ব্যবহার করে থাকি। ঝাঁটা রাখা, ব্যবহার এমনকী কেনার ক্ষেত্রেও কিছু বিশেষ নিয়ম মাথায় রাখা উচিত। কেউ যদি এই নিয়মগুলি অনুসরণ না করেন, তাহলে তিনি বেজায় সমস্যায় পড়তে পারেন। আর সবথেকে বড় কথা হল, এই নিয়ম পালন না করলে দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারেন বলেও বিশ্বাস।
advertisement

এই প্রসঙ্গে আজ কথা বলতে চলেছেন কাশীর পণ্ডিত ও জ্যোতিষী স্বামী কানহাইয়া মহারাজ। তিনি জানান যে, ঝাঁটা রাখা এবং ব্যবহারের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। প্রত্যেকেরই উচিত এই নিয়মগুলি অনুসরণ করে চলা। একটা উদাহরণ দিয়েই বোঝানো যাক বিষয়টা। যেমন – ঝাঁটা ব্যবহার করার পর সেটা কখনওই দাঁড় করিয়ে রাখা উচিত নয়। এতে জীবনে তুমুল অসুবিধা সৃষ্টি হতে পারে।

advertisement

আরও পড়ুন:

ঝাঁটায় পা দেওয়া নৈব নৈব চ!

জ্যোতিষাচার্য স্বামী কানহাইয়া মহারাজের মতে,  ঝাঁটাতে কখনওই পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্র্যের বাতাবরণও তৈরি হতে পারে। আর যদি ভুলবশত ঝাঁটায় পা পড়ে যায়, তাহলে অবশ্যই দেবী লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। অনেক সময়ই অসাবধানবশত ভুল করে ঝাঁটায় পা লেগে যেতে পারে, সেক্ষেত্রে এই প্রতিকারটিই আবশ্যক।

advertisement

আরও পড়ুন:

ঝাঁটা কেনার নির্দিষ্ট দিন:

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

শুধু ঝাঁটা রাখা কিংবা ব্যবহারেরই নয়, তা কেনারও নির্দিষ্ট দিন ক্ষণ রয়েছে। জ্যোতিষী স্বামী কানহাইয়া মহারাজ জানান, ঝাড়ু কেনার জন্যও নির্দিষ্ট দিন থাকে। যেমন – রবিবার এবং মঙ্গলবার ভুল করেও ঝাঁটা কেনা চলবে না। এতে দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারেন। তবে ঝাঁটা কেনার সবচেয়ে শুভ দিন হল শুক্রবার এবং বুধবার। এছাড়া ঝাঁটা সব সময় দক্ষিণ অভিমুখে রাখা উচিত। আর এমন জায়গায় তা রাখতে হবে, যাতে সেটা কেউ সহজে দেখতে না পান।

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Vastu Tips: ভুলেও ঝাঁটায় পা দেবেন না! কোন বারে কিনবেন? কীভাবে রাখবেন? সর্বনাশ ঠেকাতে জানুন জ্যোতিষাচার্যের মত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল