TRENDING:

Vastu Tips: নিরন্তর পরিশ্রম করেও আর্থিক অনটন, বাড়িতে এই কয়েকটি সামগ্রী রাখুন মা লক্ষ্মীর কৃপায় দূর হবে অভাব

Last Updated:

Vastu Tips: পাঁচটি সামগ্রী বাড়িতে রাখলেই মালমাল হবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রতিটি মানুষেরই চাহিদা এটাই যে যে প্রচুরহাজার প্রচেষ্টাও ত টাকা পয়সা সুখ ও সমৃদ্ধিতে জীবন যেন ভরে ওঠে ৷ হাজার প্রচেষ্টা করেও কোনও ভাবেও আর্থিক সমস্যা কাটেনা ৷ এর অন্যতম কারণ বাস্তুদোষ (Vastu Dosh) বাড়িতে এমন বস্তু রাখতে হবে যাতে বাড়ির সুখ ও সমৃদ্ধি ফিরে আসে ৷ বাড়িতে শঙ্খ রাখলে কোনও রকমের নেতিবাচক প্রভাব থাকেনা বাড়িতে ৷ ইতিবাচক একটি সমন্বয় গড়ে তোলে ৷
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

সুখ-সমৃদ্ধি এমন ভাবে ভরে ওঠে যাতে কনও মনে হয়না কোনও সমস্যা হচ্ছে ৷ টাকা পয়সার অভাব কখনও হয়না টাকা পয়সার অভাব হলে বাড়িতে লক্ষ্মী ও কুবেরের ছবি রাখতে হবে ৷ এঁদের ছবি বা মূর্তি বাড়িতে রাখলে আয়ের বৃদ্ধি হয়ে থাকে ৷ একই সঙ্গে টাকা পয়সার অভাব হয়না কোনও ভাবেই ৷ বাস্তুশাস্ত্র অনুসারে পলাশ ফুল বাড়ির সিন্দুকে রাখলে টাকা পয়সার আগমন হয় ৷

advertisement

এই ফুল কোনও লাল কাপড়ে ঢেকে রাখলে সময় সময়ে বদলাতে শুরু করে, তাজা ফুল না রাখতে পারলেও শুকনো ফুল রাখলেও কাজে দেবে ৷ বাড়িতে বাসুরি রাখলে বিশেষ ভাবে ফল পাওয়া যায় ৷ আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে ৷ বাঁশি বাড়ির পূর্ব উত্তর দিকে রাখতে হবে ৷ বিশেষ করে সোনার বা রুপোর বাঁশি বিশেষ করে উপকার করতে পারে ৷ মা লক্ষ্মী প্রসন্ন হন এতে ৷ দূর হয় আর্থিক সমস্যাও ৷

advertisement

আরও পড়ুন: Viral Video: বিয়েবাড়িতে তোলপাড়, মাথায় উঠল বিয়ে! বরকনের সুপার নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আরও পড়ুন: Panchang: পঞ্জিকা ৩০ জুলাই: আজ কোন সময় কাজ শুরু করা আপনার জন্য শুভ হবে জেনে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

নারকেল শ্রীফল নামে পরিচিত ৷ নারকেল নারকেলের সঙ্গে মা লক্ষ্মীর একটি প্রতিমূর্তি সবাই প্রতিদিন নারকেলের পুজো করলে নেতিবাচক শক্তি দূর হয় অতি সহজেই ৷ আর্থিক সমস্ত ধরনের সমস্যা দূর হয় যদি বাঁশি, নারকেল, পলাশফুল বাড়িতে রাখা সম্ভব হয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Vastu Tips: নিরন্তর পরিশ্রম করেও আর্থিক অনটন, বাড়িতে এই কয়েকটি সামগ্রী রাখুন মা লক্ষ্মীর কৃপায় দূর হবে অভাব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল