বাস্তুমতে বাড়িতে য়ে জিনিসপত্র রাখা হয় তার কিছু ইতিবাচক বা নেতিবাচক প্রভাব থাকে ৷ বাড়িতে ইতিবাচক প্রভাব রাকতে গেলে বাস্তুতন্ত্রে ফুল রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে ৷ বাস্তুতন্ত্রবিদেরা অনেক সময়েই বলে থাকেন বাড়িতে তাজাফুল রাখলে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়ে থাকে ৷ বাস্তু অনুসারে সুগন্ধি এইকটি পরিবেশ, মিষ্টি একটি পরিবেশ শান্ত একটি পরিবেশ সৌম্য একটি পরিবেশ ৷
advertisement
ফুলে সুগন্ধ বা সুগন্ধিতে ভুরভুর করে এতে একটি ইতিবাচক প্রক্রিয়া থেকে থাকে ৷ তবে সব থেকে প্রভাবশালী গোলাপের পাপড়ি ৷ বাড়িতে গোলাপের পাপড়ি বা গোলাপের সুবাস এক আলাদা মিষ্টি পরিবেশ সৃষ্টি করে ৷ এতে শান্তির এক পরিবেশ সৃষ্টি হয় ৷ ভয়ের হাত থেকে মুক্তি দিতে পারে গোলাপের পাপড়ি ৷
বাড়িতে গোলাপের সুগন্ধ রাখার জন্য কাঁচের একটি পাত্রে জলে গোলাপের পাপড়ি রাখলে বাড়িতে একটি দারুণ পরিবেশের সৃষ্টি করে ৷ সংসার সুখের হয় হাসিখুশিতে ভরে ওঠে সংসার ৷
প্রতীকী ছবি: Shani Pooja: বাড়িতে গ্রহরাজের উপাসনায় এই ভুল একদমই নয়, বড় মূল্য চোকাতে হবে
Disclaimer: উপরোক্ত সমস্ত তথ্য মানতে অনুরোধ বা দাবি করেনা নিউজ ১৮ বাংলা ৷ নিজের বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে মানুন ৷