TRENDING:

চাঁদ ঢেকে গেল পৃথিবীর ছায়ায়! আর সেই মুহূর্তেই আকাশে 'ওটা' কী...? চমকে যাবেন 'উত্তর' শুনলেই!

Last Updated:

Total Lunar Eclipse 2025: রবিবার রাতেই ভারতের আকাশে ঘটছে এক বিরল মহাজাগতিক মহাদৃশ্য। পূর্ণ চন্দ্রগ্রহণ—যা আবারও রক্তচাঁদ রূপে দেখা দিল। মহাজাগতিক এই খেলা ঘিরে যেমন রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, তেমনই রয়েছে প্রাচীন বিশ্বাস, রীতি আর আচার। চাঁদ ঢেকে যাচ্ছে পৃথিবীর ছায়ায়। আর সেই মুহূর্তেই....!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবার রাতেই ভারতের আকাশে ঘটছে এক বিরল মহাজাগতিক মহাদৃশ্য। পূর্ণ চন্দ্রগ্রহণ—যা আবারও রক্তচাঁদ রূপে দেখা দিল। মহাজাগতিক এই খেলা ঘিরে যেমন রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, তেমনই রয়েছে প্রাচীন বিশ্বাস, রীতি আর আচার। চাঁদ ঢেকে যাচ্ছে পৃথিবীর ছায়ায়। আর সেই মুহূর্তেই আকাশে দেখা দেবে এক লালচে রহস্যময় চাঁদ। আজ রাতেই ঘটতে চলেছে পূর্ণ চন্দ্রগ্রহণ, যাকে বলা হয় ব্লাড মুন। কিন্তু ঠিক সেই সময় কী দেখা গেল আকাশে? দেখুন ভিডিও।
আকাশে 'ওটা' কী...?
আকাশে 'ওটা' কী...?
advertisement

১ ঘণ্টা ২২ মিনিটের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! ধীরে ধীরে রক্তবর্ণ হল চাঁদ! ব্লাড মুনের রং কেন বদলে যাচ্ছে? আসল কারণ বলে দিলেন বিশেষজ্ঞ। তাঁর কথায় এর পিছনে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ।

রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ ঢেকে গেল সম্পূর্ণ চাঁদ ঢেকে গিয়েছে। চাঁদের রং একটু একটু করে লাল হতে শুরু করেছে। রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস গ্রহণ চলবে। ১ ঘণ্টা ২২ মিনিটের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! ব্লাড মুনের রং কী ভাবে বদলে যাচ্ছে? কোন রঙের কী মানে? বলে দিলেন বিশেষজ্ঞ।

advertisement

আরও পড়ুন: ধীরে ধীরে ‘রক্তবর্ণ’ চাঁদ! ব্লাড মুনের রং কেন বদলে যাচ্ছে? আসল কারণ জানেন? বলে দিলেন বিশেষজ্ঞ..!

আরও পড়ুন: ভারতের ‘৫০০ টাকা’ কোন দেশে ‘১.৫ লাখ’ টাকার সমান বলুন দেখি…? চমকাবেন শুনলেই ‘নাম’!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, রবিবার ভারতীয় সময় ৮টা ৫৮ মিনিটে শুরু হয়েছে চন্দ্রগ্রহণের প্রাথমিক বা পেনাম্ব্রাল পর্যায়। ৯টা ৫৭ মিনিটে চাঁদের আংশিক গ্রহণ শুরু হয়। ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে উঠল চাঁদের রং। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হয় রাত ১১টায়। ১১টা ৪২ মিনিটের পর থেকে তা সব থেকে বেশি দৃশ্যমান হবে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
চাঁদ ঢেকে গেল পৃথিবীর ছায়ায়! আর সেই মুহূর্তেই আকাশে 'ওটা' কী...? চমকে যাবেন 'উত্তর' শুনলেই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল