১ ঘণ্টা ২২ মিনিটের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! ধীরে ধীরে রক্তবর্ণ হল চাঁদ! ব্লাড মুনের রং কেন বদলে যাচ্ছে? আসল কারণ বলে দিলেন বিশেষজ্ঞ। তাঁর কথায় এর পিছনে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ।
রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ ঢেকে গেল সম্পূর্ণ চাঁদ ঢেকে গিয়েছে। চাঁদের রং একটু একটু করে লাল হতে শুরু করেছে। রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস গ্রহণ চলবে। ১ ঘণ্টা ২২ মিনিটের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! ব্লাড মুনের রং কী ভাবে বদলে যাচ্ছে? কোন রঙের কী মানে? বলে দিলেন বিশেষজ্ঞ।
advertisement
আরও পড়ুন: ভারতের ‘৫০০ টাকা’ কোন দেশে ‘১.৫ লাখ’ টাকার সমান বলুন দেখি…? চমকাবেন শুনলেই ‘নাম’!
প্রসঙ্গত, রবিবার ভারতীয় সময় ৮টা ৫৮ মিনিটে শুরু হয়েছে চন্দ্রগ্রহণের প্রাথমিক বা পেনাম্ব্রাল পর্যায়। ৯টা ৫৭ মিনিটে চাঁদের আংশিক গ্রহণ শুরু হয়। ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে উঠল চাঁদের রং। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হয় রাত ১১টায়। ১১টা ৪২ মিনিটের পর থেকে তা সব থেকে বেশি দৃশ্যমান হবে বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা।