এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ৫ নভেম্বরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল শুক্র এবং এই প্রতিপদ তিথি থাকবে ৫ নভেম্বর রাত ১১টা ১৪ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি।
advertisement
আরও পড়ুন - Money: এই Buisness-এ বিনিয়োগ মাত্র ২৫ হাজার, আয় লক্ষ লক্ষ টাকা, সরকার দেয় ৫০% ভর্তুকি
যাঁরা প্রতিপদে ভাইয়ের কপালে ফোটা দেন, তাঁরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে ভাইফোঁটা উদযাপন করতে পারবেন।
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩৮ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ৫ নভেম্বর সকাল ৬টা ৪৮ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ৫ নভেম্বর সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে।
আরও পড়ুন - Lifestyle: হারিয়ে যাওয়া Mobile খুঁজে পাওয়ার রয়েছে অনেক উপায়, দেখুন সহজগুলো
এই ২০৭৮ বিক্রম সম্বতের কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথির নক্ষত্র হল বিশাখা। ৬ নভেম্বর, রাত ২টো ২৩ মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে অনুরাধা নক্ষত্র।
সূর্য অবস্থান করবে তুলা রাশিতে। চন্দ্র অবস্থান করবে তুলা রাশিতে ৫ নভেম্বর রাত ৯টা ০৪ মিনিট পর্যন্ত; এর পরে গমন করবে বৃশ্চিক রাশিতে।
শুভ মুহূর্ত- ৫ নভেম্বর অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১টা ৪৮ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৩২ মিনিটে। অমৃতযোগ ৫ নভেম্বর শুরু হচ্ছে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে, শেষ হচ্ছে রাত ৮টা ০০ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ৫ নভেম্বর রাহুকাল শুরু হচ্ছে সকাল ১০টা ৪৭ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ১০ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।