TRENDING:

Money Mantra: আজ এই রাশিগুলির হাতে উপচে পড়বে টাকা ? আপনার হাতে টাকা আসবে না জলের মতো খরচা হবে?

Last Updated:

জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
advertisement

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

কর্মস্থলে সদর্থক পরিবর্তন আসতে চলেছে।

প্রতিকার – অনুগ্রহ করে দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

পেশাদারদের হাতে টাকা আসবে, আর্থিক অবস্থার উন্নতি হবে।

প্রতিকার – অনুগ্রহ করে বিষ্ণুসহস্রনাম জপ করুন।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

অপ্রত্যাশিত ভাবে হাতে টাকা আসতে চলেছে।

advertisement

প্রতিকার – অনুগ্রহ করে হলুদ ভোজ্য বস্তু দান করুন।

আরও পড়ুন: টাকা দেওয়ার পরের বছর থেকেই আসতে থাকবে পেনশন, LIC-র এই প্ল্যানের কথা জানেন কি?

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

আত্মীয়দের সাহায্যে আটকে থাকা টাকা হাতে আসবে।

প্রতিকার – অনুগ্রহ করে কলাগাছের শিকড় হলুদ কাপড়ে বেঁধে গলায় পরুন।

advertisement

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

অভিজ্ঢ় ব্যক্তির পরামর্শে আর্থিক সমস্যা দূর হবে।

প্রতিকার – অনুগ্রহ করে শিব চালিসা পাঠ করুন।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

কর্মস্থলে বিরোধীরা পরাস্ত হবে, আর্থিক ভাগ্য প্রসন্ন।

প্রতিকার – অনুগ্রহ করে শ্রীগণেশকে লাড্ডু নিবেদন করুন।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

টাকা-পয়সার ব্যাপারে অতিরিক্ত সতর্কতা অবলম্বন প্রয়োজন।

advertisement

প্রতিকার – অনুগ্রহ করে গৃহদ্বারে কিছুটা গুড় রাখুন।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে, বিতর্ক থেকে দূরে থাকাই শ্রেয়।

প্রতিকার – অনুগ্রহ করে ভগবান বিষ্ণু এবং বটবৃক্ষের পূজা করুন।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

আর্থিক দিক পোক্ত হবে, সব বিবাদের অবসান হবে।

প্রতিকার – অনুগ্রহ করে বৃহস্পতিবারে হলুদ খাদ্য গ্রহণ করুন।

advertisement

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

ঘরের নানা ব্যাপারে ব্যয়ের সম্ভাবনা আছে।

প্রতিকার – অনুগ্রহ করে গোমাতাকে ছোলার ডাল-গুড়-হলুদের মণ্ড নিবেদন করুন।

আরও পড়ুন: পোস্ট অফিসের এই স্কিমে FD-র সমান সমান সুদ পাওয়া যাচ্ছে, আপনিও এই সুবিধা পেতে পারেন

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

ব্যবসায় বদল আনার পক্ষে দিনটি শুভ।

প্রতিকার – অনুগ্রহ করে ভগবান বিষ্ণুকে বেসনের লাড্ডু নিবেদন করুন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

সব বাধা দূর হয়ে আর্থিক ভাগ্য প্রসন্ন হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

প্রতিকার – অনুগ্রহ করে অশ্বত্থ গাছের নিচে পাঁচটি প্রদীপ অর্পণ করুন।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Money Mantra: আজ এই রাশিগুলির হাতে উপচে পড়বে টাকা ? আপনার হাতে টাকা আসবে না জলের মতো খরচা হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল