আরও পড়ুন: ২০২২-২৩ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করছেন? দেখে নিন কী ডকুমেন্ট দরকার
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
অন্য দিনের তুলনায় কিঞ্চিৎ অনুজ্জ্বল একটি দিন। তবে দুপুরের পর থেকে আলস্য ভাব কেটে যাবে।লাকি সাইন – একটি নীল পাথর
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।
নতুন কোনও প্রতিশ্রুতি ফলপ্রসূ হতে পারে। কারও উপকার করার সময় এটি।লাকি সাইন – একটি টায়রা
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।আবেগের বশে কারও দ্বারা ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে, সাবধান। মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে।লাকি সাইন- একটি মসস্টিক
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।কোনও রহস্যের সমাধান হতে পারে। মিলতে পারে কোনও ইঙ্গিত। নতুন দৃষ্টিভঙ্গী প্রয়োজন।লাকি সাইন- কোনও দৈবচিহ্ন
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।সেরা সুযোগগুলি আসতে চলেছে। নিজের উপর নিয়ন্ত্রণ হারালে চলবে না। শরীরচর্চা ও মনোসংযোগ প্রয়োজন।লাকি সাইন- একটি সিল্কের কোমরবন্ধনী
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।ঝুঁকি নিতেই হবে। তাই থমকে গেলে চলবে না। নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়া যাবে।লাকি সাইন- একটি মাইল ফলক
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।সর্বশেষ কাজটি সাফল্যের সঙ্গে শেষ হয়েছে! এ বার সাময়িক বিশ্রাম প্রয়োজন। অনেক পরিকল্পনার মধ্যে সেরাটা বেছে নিতে হবে।লাকি সাইন- একটি সিগনেচার টিউন
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।সন্তানের জন্য চিন্তা। পুরনো কোনও বিনিয়োগে ভাল ফল মিলতে পারে।লাকি সাইন– একটি লাল ফিতে
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।বহু দিন আগে কেউ কিছু ধার নিয়ে থাকলে তা ফেরত আসতে পারে।লাকি সাইন– এক টুপি
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।নিজের পুরনো খ্যাতির কথা স্মরণে আসতে পারে। ফলে দিনটি ধীর গতিতে শুরু হলেও কর্মোদ্যমে ভরপুর হতে চলেছে।লাকি সাইন– একটি ট্রলি
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।বিদেশ থেকে আগত কোনও ব্যক্তির দ্বারা সুযোগ মিলতে পারে। দীর্ঘ মেয়াদি বিনিয়োগ করে থাকলে তা খতিয়ে দেখা দরকার।লাকি সাইন– একটি তারা
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।নিজের ভিতর থেকে অগ্রগতি অনুভব করা যাবে। বিশ্রাম নেওয়ার কথা ভেবে থাকলে আপাতত তা স্থগিত রাখাই ভাল।লাকি সাইন- একটি সুগন্ধী বোতল
আরও পড়ুন: দেখুন ডিয়ার বঙ্গলক্ষ্মী তোর্সা লটারির ফল! কীভাবে লটারির টিকিট কিনলে জিতবেন টাকা?
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
আরও পড়ুন: রেকর্ড সর্বনিম্ন স্তরে ভারতীয় টাকা! রুপির ক্রমাগত পতনের আঁচে পুড়বে আমজনতার জীবন
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।