মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
মানসিক চাপ বা কষ্ট দূর করার জন্য নিজেই সক্ষম হবেন। গার্হস্থ্য বিষয়ে মনোনিবেশ করা দরকার।লাকি সাইন– দারুচিনি
আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন ভাবছেন? ৫ টি বিষয় মেনে চললে আসবে দুর্দান্ত রিটার্ন
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।
অস্থায়ী সম্পর্ক ক্রমশ ফিঁকে হয়ে যাবে। অতীতকে ফেলে রেখে এগিয়ে যেতে হবে নতুন পথে।লাকি সাইন– একটি তাঁবু।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।ব্যক্তিগত জীবনে গুজব এড়িয়ে চলাই ভাল। কর্মক্ষেত্রে যথোপযুক্ত কথোপকথনে নতুন আলোর দিশা।লাকি সাইন– রংধনু
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।নিজের পরিকল্পনায় দৃঢ় বিশ্বাস ধরে রাখলে নতুন আয়ের পথ খুলে যেতে পারে। সিদ্ধান্ত নিতে সাবধান।লাকি সাইন- একটি হ্রদ
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।কোনও ইন্টারভিউ বা প্রবেশিকা পরীক্ষা থাকলে ভাল ফল প্রত্যাশা করা যেতে পারে।লাকি সাইন- একটি ফেরি
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।স্বক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে। আগামী সপ্তাহের পরিকল্পনা করে রাখা যেতে পারে।লাকি সাইন- পাগড়ি
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।অর্থনৈতিক সমৃদ্ধি বহাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই প্রয়োজন।লাকি সাইন- নীল ট্যুরমালাইন
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।স্টার্ট-আপ ব্যবসায় যুক্তদের অর্থনৈতিক সুরাহার সম্ভাবনা। পুরোন বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।লাকি সাইন– একটি ঝিনুক
আরও পড়ুন: বিনিয়োগের নিরাপদ বিকল্প FD! কোথায় রাখলে বেশি সুদ পাবেন, ব্যাঙ্ক না পোস্ট অফিস?
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।পরিবার বা ঘনিষ্ট কারও কাছ থেকে কোনও চমক পাওয়া যেতে পারে।লাকি সাইন– প্যাশন ফল
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।পুরোন বন্ধুদের সঙ্গে অংশীদারী ব্যবসার প্রস্তাব আসতে পারে। সরকারি আধিকারিকদের জন্য কঠিন সময়।লাকি সাইন– একটি স্বচ্ছ স্ফটিক।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।অভিযোগের আঙুল উঠতে পারে। পরিবারের সাহায্য মিলবে। খরচে রাশ টানতে হবে।লাকি সাইন– জুঁই ফুল
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।পুরোন কোনও সহকর্মীর কাছ থেকে সুপরামর্শ মিলতে পারে। সকলকে পরিকল্পনার কথা জানানো নিষ্প্রয়োজন।লাকি সাইন- নুড়ি পাথর
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
আরও পড়ুন: পোস্ট অফিসের গ্রাহকদের জন্য বড় খবর! একসঙ্গে দুটি দুরন্ত পরিষেবার বিরাট সুবিধা
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।