পণ্ডিত দয়ানাথ মিশ্র জানিয়েছেন যে সূর্য গত ১৭ মে, ২০২৩ তারিখে বৃষ রাশিতে প্রবেশ করেছেন। কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় পর্বে এই প্রবেশ ঘটেছে। সূর্য এখন রোহিণী নক্ষত্রে অবস্থান করছেন। মৃগশিরার দ্বিতীয় পর্ব পর্যন্ত সূর্য বৃষ রাশিতেই থাকবেন। বৃষ রাশিতে সূর্যের আগমনের কারণে বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা ক্ষেত্রে সাফল্য আসবে। জাতক-জাতিকারা নানান ভাবে উপকৃত হবেন। এর পাশাপাশি আগামী জুনে চন্দ্র বৃষ রাশিতে গমন করলে বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য তা অত্যন্ত সুফল বয়ে আনবে। তবে তিনি জানিয়েছেন যে এই সময়ে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা সমস্যায় পড়বেন। আগামী ১৬ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত এই সমস্যা বজায় থাকবে, তাই তাঁদের সতর্ক হওয়া দরকার।
advertisement
আরও পড়ুন- আর মাত্র কয়েকদিন! সূর্যের গোচরে ভাগ্যের সিংহদুয়ার খুলে যাবে এই কয়েক রাশির
আরও পড়ুন- শনিদেব বক্রী হচ্ছেন ১৭ জুন, ভয়ঙ্কর দিন আসতে চলেছে এই কয়েক রাশির!
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা এই প্রতিকার করুন, নিশ্চিত উপকার পাবেন-
জ্যোতিষী দয়ানাথ মিশ্র বলেছেন যে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের এই সময় মুক্তা পরিধান করা উচিত। এই সময় ভগবান শিবের মন্ত্র জপ করতে হবে। এর পাশাপাশি শিবের পূজা করতে পারলে বৃশ্চিক জাতক-জাতিকাদের সমস্যা অনেকটাই কমে যাবে। এই প্রতিকার অবলম্বন করলে তাঁরা অবশ্যই উপকার পাবেন। তিনি আরও জানিয়েছেন এই সময়টি অন্যান্য রাশির জাতক-জাতিকাদের ওপর তেমন প্রভাব ফেলবে না, তাঁদের জীবনযাত্রা স্বাভাবিক থাকবে।