TRENDING:

Taurus Horoscope 2024: বৃষ রাশি; দেখে নিন চলতি বছরে আপনার রাশিফল নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ

Last Updated:

বৃষ রাশির জাতক-জাতিকারা সাধারণত জীবনে সব কিছু সহজেই পেতে চান। এমনিতে তাঁরা অন্তর্মুখী এবং ভরসাযোগ্য প্রকৃতির হন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শ্রী গণেশ বলছেন, বৃষ রাশির জাতক-জাতিকারা ব্যক্তিত্বের দিক থেকে ধনী হবেন। শান্ত এবং নম্র প্রকৃতির মানুষগুলি নিজেদের মানসিক সক্ষমতার কথা ভাল করেই জানেন। তাঁরা অর্থ, সম্পদ এবং খ্যাতি অর্জন করতে পছন্দ করেন। তবে অন্যদের দমন করার প্রবণতা রয়েছে তাঁদের মধ্যে। যদিও তাঁরা খুবই বলিষ্ঠ প্রকৃতির এবং দৃঢ় সঙ্কল্পের অধিকারী হন। এই রাশির জাতক-জাতিকারা সাধারণত জীবনে সব কিছু সহজেই পেতে চান। এমনিতে তাঁরা অন্তর্মুখী এবং ভরসাযোগ্য প্রকৃতির হন।
বৃষ রাশি; দেখে নিন চলতি বছরে আপনার রাশিফল নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
বৃষ রাশি; দেখে নিন চলতি বছরে আপনার রাশিফল নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
advertisement

ধন-সম্পদ:

শ্রী গণেশ বলছেন, আর্থিক দিক থেকে বছরের শুরুর দিকটা বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। ব্যবসায়ীদের বড়সড় বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। নতুন ব্যবসা শুরু করার জন্য বছরটা ভাল নয়, কিন্তু এপ্রিলের মাঝামাঝি সময় থেকে আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময়টায় বৃহস্পতির শুভ প্রভাব থেকে স্বস্তি পাবেন এবং একাধিক উৎস থেকে টাকা আয় করতে পারবেন। ধর্মীয় কাজে টাকা ব্যয় করলে জীবনে উন্নতির পথে এগোতে পারবেন।

advertisement

আরও পড়ুন– Aries Horoscope 2024: মেষ রাশি; দেখে নিন চলতি বছরে আপনার রাশিফল নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ

প্রেম-বিবাহ:

শ্রী গণেশ বলছেন, পারিবারিক দিক থেকে তেমন একটা অনুকূল হবে না। বছরের শুরুতে পরিবারে অশান্তি হতে পারে। এই পরিস্থিতি স্থায়ী হবে মার্চ পর্যন্ত। এপ্রিলে বৃহস্পতি গোচর এবং পঞ্চম ঘরে অবস্থানের কারণে নববিবাহিত দম্পতিরা ভাল খবর পেতে পারেন। সন্তানের উন্নতি হবে। সব মিলিয়ে পারিবারিক দিক থেকে বছরটা ভালই যাবে।

advertisement

ব্যবসা:

শ্রী গণেশ বলছেন, কেরিয়ারের দিক থেকে বছরটা ভাল। বছরের বেশিরভাগ সময়টায় দশম ঘরে অবস্থান করবেন বৃহস্পতি। এর ফলে কাজের জায়গায় প্রচুর মুনাফা মিলবে। সেই সঙ্গে ব্যবসায়ীরা দারুণ মুনাফা অর্জন করবেন। কঠোর পরিশ্রমের ফল মিলবে। বড় কৃতিত্ব অর্জন করতে পারবেন। ব্যবসার দিক থেকেও বছরটা ভল। কারণ কাজ ও ব্যবসার দিক থেকে ভগবান শনি সহায় হবেন। ব্যবসায়ীদের জন্যও সময়টা ভাল।

advertisement

শিক্ষা:

শ্রী গণেশ বলছেন, চলতি বছরে প্রচুর সুযোগ আসবে। নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হলে পড়াশোনায় মনোনিবেশ করলে ভাল হবে। বিদেশি প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। উচ্চশিক্ষার কথা ভাবলে সেই ইচ্ছা পূরণ হতে পারে।

আরও পড়ুন– ‘পহলে ভি ম্যায়’ গানের সাহসী দৃশ্যে তাক লাগিয়েছেন তৃপ্তি; রণবীর প্রসঙ্গে কী বললেন ‘বুলবুল’ অভিনেত্রী?

advertisement

স্বাস্থ্য:

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

শ্রী গণেশ বলছেন, স্বাস্থ্যের দিক থেকে বছরের শুরুর দিকটা খুব একটা ভাল যাবে না। দীর্ঘ সময় ধরে কোনও রোগে ভুগলে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। এপ্রিলের শুরুর দিকে গ্রহের অবস্থান পরিবর্তন হলে স্বাস্থ্যের দিক থেকে ভাল সময় আসবে। দৈনিক রুটিন মেনে চলতে হবে। যার ফলে কোনও সমস্যা হলে সেটা দূর করতে পারবেন। ওজন নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ হতে পারে। নিয়মানুবর্তিতা অনুসরণ করে সমস্যার সমাধান করতে হবে।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Taurus Horoscope 2024: বৃষ রাশি; দেখে নিন চলতি বছরে আপনার রাশিফল নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল