ধন-সম্পদ:
শ্রী গণেশ বলছেন, আর্থিক দিক থেকে বছরের শুরুর দিকটা বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। ব্যবসায়ীদের বড়সড় বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। নতুন ব্যবসা শুরু করার জন্য বছরটা ভাল নয়, কিন্তু এপ্রিলের মাঝামাঝি সময় থেকে আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময়টায় বৃহস্পতির শুভ প্রভাব থেকে স্বস্তি পাবেন এবং একাধিক উৎস থেকে টাকা আয় করতে পারবেন। ধর্মীয় কাজে টাকা ব্যয় করলে জীবনে উন্নতির পথে এগোতে পারবেন।
advertisement
প্রেম-বিবাহ:
শ্রী গণেশ বলছেন, পারিবারিক দিক থেকে তেমন একটা অনুকূল হবে না। বছরের শুরুতে পরিবারে অশান্তি হতে পারে। এই পরিস্থিতি স্থায়ী হবে মার্চ পর্যন্ত। এপ্রিলে বৃহস্পতি গোচর এবং পঞ্চম ঘরে অবস্থানের কারণে নববিবাহিত দম্পতিরা ভাল খবর পেতে পারেন। সন্তানের উন্নতি হবে। সব মিলিয়ে পারিবারিক দিক থেকে বছরটা ভালই যাবে।
ব্যবসা:
শ্রী গণেশ বলছেন, কেরিয়ারের দিক থেকে বছরটা ভাল। বছরের বেশিরভাগ সময়টায় দশম ঘরে অবস্থান করবেন বৃহস্পতি। এর ফলে কাজের জায়গায় প্রচুর মুনাফা মিলবে। সেই সঙ্গে ব্যবসায়ীরা দারুণ মুনাফা অর্জন করবেন। কঠোর পরিশ্রমের ফল মিলবে। বড় কৃতিত্ব অর্জন করতে পারবেন। ব্যবসার দিক থেকেও বছরটা ভল। কারণ কাজ ও ব্যবসার দিক থেকে ভগবান শনি সহায় হবেন। ব্যবসায়ীদের জন্যও সময়টা ভাল।
শিক্ষা:
শ্রী গণেশ বলছেন, চলতি বছরে প্রচুর সুযোগ আসবে। নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হলে পড়াশোনায় মনোনিবেশ করলে ভাল হবে। বিদেশি প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। উচ্চশিক্ষার কথা ভাবলে সেই ইচ্ছা পূরণ হতে পারে।
স্বাস্থ্য:
শ্রী গণেশ বলছেন, স্বাস্থ্যের দিক থেকে বছরের শুরুর দিকটা খুব একটা ভাল যাবে না। দীর্ঘ সময় ধরে কোনও রোগে ভুগলে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। এপ্রিলের শুরুর দিকে গ্রহের অবস্থান পরিবর্তন হলে স্বাস্থ্যের দিক থেকে ভাল সময় আসবে। দৈনিক রুটিন মেনে চলতে হবে। যার ফলে কোনও সমস্যা হলে সেটা দূর করতে পারবেন। ওজন নিয়ন্ত্রণে রাখা বড় চ্যালেঞ্জ হতে পারে। নিয়মানুবর্তিতা অনুসরণ করে সমস্যার সমাধান করতে হবে।