সূর্যই নবগ্রহের অধিপতি। ফলে, তা রাশিচক্রের দ্বাদশ প্রতিনিধিকেই প্রভাবিত করবে, কাউকে কম, তো কাউকে আবার বেশি মাত্রায়।বিশেষজ্ঞদের মতে, এই বছরের শেষ সূর্যগোচরে বেশ কিছুর জাতক-জাতিকারা বিপদে পড়তে পারেন। আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে এই অবস্থান পরিবর্তন লাভজনক হতে পারে।
বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের নিজেদের স্বাস্থ্যের ওপর বিশেষ যত্ন নিতে হবে। এই সময় মানসিক অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের মানসিক অবস্থান বিঘ্নিত হতে পারে। জাতক-জাতিকাদের যানবাহন সংক্রান্ত দূর্ঘটনা থেকে সাবধান থাকতে হবে। এই সময় চাল দান করা উচিত।
advertisement
কন্যা রাশি
এঁদের পারিবারিক বিবাদ বাড়তে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। ধনের অপব্যয় হতে পারে। অবস্থা শোধরাতে লাল ফল দান করতে হবে।
আরও পড়ুন : পৃথিবীর বিশুদ্ধতম খাবার কী বলুন তো? উত্তর জানলে চমকে উঠবেন
মকর রাশি
যে কোনও ধরনের বিবাদ থেকে দূরে থাকতে হবে। সমাজে মান-সম্মানের ক্ষতি হতে পারে। তাই অশান্ত পরিস্থিতি তৈরি হলে নিজেকে সংযত রেখে চুপ করে থাকাই ভাল।
কুম্ভ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের কোনও কাজে ক্ষতি হতে পারে। এই সময় কোনও ধরনের শুভ কাজ না করাই ভাল হবে। সম্পর্কের ক্ষেত্রেও নানা ধরনের বিবাদ বাড়বে। ধনপ্রাপ্তি হলেও সেই ধন সঞ্চয় করা যাবে না।