আসলে ১৭ জুলাই ভোর ৫টা ১৯ মিনিটে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করেছেন সূর্য। এর পর আগামী ১৭ অগাস্ট পর্যন্ত ওই রাশিতেই অবস্থান করবেন। তবে ১৭ অগাস্টের পরে সূর্য সিংহ রাশিকে প্রবেশ করতে চলেছেন।
জ্যোতিষীদের দাবি, ১৭ জুলাই সূর্যের গোচরের ফলে কয়েকটি রাশির জন্য শুভ সময় আসতে চলেছে। তবে বেশ কিছু রাশির জন্য সময়টা একেবারেই ভাল যাবে না। জেনে নেওয়া যাক, সূর্য কর্কট রাশিতে প্রবেশ করার ফলে কোন কোন রাশি লাভবান হবেন।
advertisement
আরও পড়ুন– আংশিক মেঘলা আকাশ রাজ্যের সর্বত্র, ২১ জুলাই আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
মেষ রাশি: সূর্যের গোচরের ফলে এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ফলে অর্থনৈতিক অবস্থানও মজবুত হবে। যে কোনও কাজের চেষ্টা করলেই এই সময়টায় সাফল্য লাভ করবেন মেষ রাশির জাতক-জাতিকারা। এর পাশাপাশি কর্মক্ষেত্রে পদোন্নতি এবং বেতনবৃদ্ধির যোগও প্রবল।
মিথুন রাশি: সূর্য কর্কট রাশিতে প্রবেশ করার ফলে লাভবান হতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারাও। পরিবারকে পাশে পাবেন এবং পরিবারের সদস্যদের থেকে পূর্ণ সহযোগিতা মিলবে এই সময়টায়। আর্থিক লাভের সম্ভাবনাও প্রবল। স্বাস্থ্যের দিক থেকেও সময়টা বেশ ভাল। কোথাও আটকে থাকা টাকা হাতে আসতে পারে। ফলে অর্থনৈতিক অবস্থান মজবুত হবে।
কর্কট রাশি: সূর্য যেহেতু কর্কট রাশিতেই প্রবেশ করছেন, ফলে এই রাশির জন্যও সময়টা শুভ। এই সময় সম্পর্কের উন্নতি হবে। চাকরিজীবীদেরও উন্নতি হবে। ব্যবসায়ীরাও লাভ এবং উন্নতির মুখ দেখবেন। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়লে ব্যবসা সম্প্রসারণেও সুবিধা হবে। এছাড়া দাম্পত্য জীবনে উপচে পড়বে সুখ সমৃদ্ধি।
তুলা রাশি: সূর্যের গোচরের ফলে লাভবান হতে চলেছেন তুলা রাশির জাতক-জাতিকারাও। কাজের জায়গায় সব কিছু ঠিকঠাক চলবে। আয় বৃদ্ধির যোগও তৈরি হবে। নতুন কারওর সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। এর পাশাপাশি এই সময়ে সমাজে এই রাশির জাতক-জাতিকার প্রভাব-প্রতিপত্তি এবং মানসম্মান বৃদ্ধি পাবে। এছাড়া নতুন যানবাহন কেনার যোগও তৈরি হবে।
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)