কর্কট:
সিংহ রাশিতে সূর্যের প্রবেশ কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য খুব শুভ সময় নিয়ে এসেছে। এই সময়ে তাঁরা অর্থ লাভে সমর্থ হবেন। উন্নতির নতুন নতুন পথ উন্মুক্ত হবে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরা ব্যবসায় লাভবান হবেন। একই সঙ্গে যাঁরা চাকরির পেশার সঙ্গে যুক্ত, তাঁরা যে কোনও সময়ে সুখবর পেতে পারেন। কর্কট রাশির জাতক-জাতিকারা তাঁদের পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাবেন। ভাল মনের মানুষের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। জাতক-জাতিকাদের বেছে নেওয়া পথ তাঁদের কাছে আয়ের একটি নতুন উপায় হয়ে উঠবে।
advertisement
আরও পড়ুন-মমতা-অভিষেকের অনুমান সত্যি, ইডি-র হাজিরার নোটিস তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে
তুলা:
তুলা রাশির জাতক-জাতিকারা চাকরির দিক থেকে নতুন পেশার সঙ্গে যুক্ত হতে পারেন। তাঁদের কাজ ও কর্তৃত্ব বৃদ্ধি পাবে। আর্থিক লাভের দিক থেকে জাতক-জাতিকারা ভাগ্যবান হবেন। ব্যবসায়িক ব্যক্তিরা সূর্যের গোচরের কারণে বহুগুণে অর্থ লাভ করবেন। অধিক অর্থ লাভে এই রাশির জাতক-জাতিকাদের মনোবল বৃদ্ধি হবে। প্রেমিক এবং প্রেমিকার মধ্যে মানসিক বন্ধন দৃঢ় হবে। এই সময়ে এঁরা যে কোনও শুভ কাজের সঙ্গে যুক্ত হতে পারেন।
আরও পড়ুন- এবার Whatsapp-এ এন্ড-টু-এন্ড শপিং! JioMart দিচ্ছে সুবিধা; স্রেফ একটা Hi লিখে পাঠালেই হল
বৃশ্চিক:
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা সূর্যের প্রভাবে প্রচুর আর্থিক লাভ করতে পারবেন। তাঁরা তাদের কর্মজীবনে বড়সড় সাফল্য পেতে পারেন। নতুন চাকরি প্রাপ্তি ও পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সম্পর্ক সুখকর হবে। কর্মক্ষেত্রে এঁরা কাজের প্রশংসা পাবেন।