TRENDING:

আজকের দিনে আরাধনায় ইচ্ছানুরূপ বর মেলে সিদ্ধিদাতার কৃপায়, শুধু পুজো সম্পন্ন করতে হবে এই সময়ের মধ্যে!

Last Updated:

এই তিথিতে গণেশের আরাধনায় পাওয়া যায় ইচ্ছানুরূপ বর, পূর্ণ হয় সকল মনোবাসনা, তাই একে বরদ বিনায়ক চতুর্থী বলা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তিথিটি শাস্ত্রে সুপরিচিত বরদ বিনায়ক চতুর্থী রূপে। হরগৌরীর পরম প্রিয় সন্তান শ্রীগজাননেরই আরেক নাম বিনায়ক। এই নামের অর্থ দুই প্রকার- বিশেষ নায়ক যিনি এবং নায়কবিহীন যিনি। এই দুই অর্থের মধ্যে কিছু বৈপরীত্য থাকলেও আদতে তা এক জায়গায় গিয়ে মিলে যায়। গণেশ প্রথমপূজ্য, সেই অর্থে সব নায়কদের মধ্যে তিনি বিশেষ। আবার তাঁর জন্ম হয়েছিল পিতার সহযোগিতা ছাড়াই, এই কারণে তিনি নায়কবিহীনও বটে! শ্রীগণেশের এই জন্মমাহাত্ম্য স্মরণেই প্রতি মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি বরদ বিনায়ক চতুর্থী নামে অভিহিত হয়ে থাকে। এই তিথিতে গণেশের আরাধনায় পাওয়া যায় ইচ্ছানুরূপ বর, পূর্ণ হয় সকল মনোবাসনা, তাই একে বরদ বিনায়ক চতুর্থী বলা হয়।
advertisement

শাস্ত্রে এই গণেশ চতুর্থীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রীগণেশ দেবতাদের মধ্যে প্রথমপূজ্য, তাঁর কৃপাতেই সব রকমের সিদ্ধি এবং জাগতিক ঋদ্ধির অধিকারী হতে পারেন ভক্তেরা। এই আষাঢ় মাসে পঞ্জিকা অনুসারে তৃতীয়া তিথি বিদ্যমান ছিল ১৩ জুলাই সকাল ৮টা ২৪ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে গিয়েছে শুক্লপক্ষের চতুর্থী তিথি। এই চতুর্থী তিথি থাকবে ১৪ জুলাই সকাল ৮টা ০২ মিনিট পর্যন্ত।

advertisement

সেই হিসেবে দেখলে ১৪ জুলাই সকাল ৮টা ০২ মিনিট পর্যন্ত শ্রীগণেশের আরাধনার সময় পাওয়া যাচ্ছে, এই পুরো সময়কালটাই বিবেচনা করা হবে বরদ বিনায়ক চতুর্থী রূপে। কিন্তু শাস্ত্রমতে মধ্যাহ্নকালে সিদ্ধিদাতাকে অর্ঘ্য নিবেদন করলে সর্বাধিক সুফল লাভ করবেন ভক্তেরা। তাই পূজা শেষ করতে হবে ১৩ জুলাই সকাল ১১টা ২৫ মিনিট থেকে ১৪ জুলাই দুপুর ২টো ১৫ মিনিটের মধ্যে।

advertisement

পূজাপদ্ধতি:

১. শুদ্ধ জলে শ্রী গণেশের অভিষেক সম্পন্ন করে তাঁকে নতুন বস্ত্রে সাজিয়ে কপালে সিঁদুরের টিকা দিতে হবে।

২. দূর্বা অর্পণ করে ধূপ জ্বেলে দিতে হবে।

৩. ওম গং গণপতয়ে নমঃ- এই বীজমন্ত্র জপ করতে হবে।

৪. নৈবেদ্যে দিতে হবে ২১টি মোদক বা লাড্ডু।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৫. আরতি অন্তে পূজা সমাপন করা বিধেয়।

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
আজকের দিনে আরাধনায় ইচ্ছানুরূপ বর মেলে সিদ্ধিদাতার কৃপায়, শুধু পুজো সম্পন্ন করতে হবে এই সময়ের মধ্যে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল