TRENDING:

Shukra Gochar 2022: জীবন আমূল বদলে যেতে পারে এই সেপ্টেম্বরেই! শুক্রের গোচর কীভাবে কোন রাশিকে প্রভাবিত করবে?

Last Updated:

জেনে নেওয়া যাক ১২টি রাশির ওপর শুক্রের অবস্থানের ঠিক কী প্রভাব পড়ছে এই সেপ্টেম্বর মাসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সেপ্টেম্বর মাসটি আমাদের রাশিচক্রের ১২টি গ্রহের জাতক-জাতিকার পক্ষেই শুক্র গ্রহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে চলেছে। কারণ এই মাসে শুক্র গ্রহের রাশিচক্রের পরিবর্তন হতে চলেছে, যাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় শুক্র গোচর বলে অভিহিত করা হয়ে থাকে (Shukra Gochar 2022)। এই গোচরকালে শুক্র গ্রহের উদয় যেমন ঘটবে এবং তেমনই অস্তমিতও হবেন তিনি।
advertisement

বৈদিক জ্যোতিষশাস্ত্রে, শুক্র গ্রহকে সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য, বৈভব, বিলাসিতা, প্রেমের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই শুক্রের এই গতি পরিবর্তনে ব্যক্তির বিলাসিতা, বৈভবসম্পন্ন জীবন এবং বিবাহিত জীবন বিশেষ ভাবে প্রভাবিত হয়। আগামী ১৫ সেপ্টেম্বর থেকেই এই গোচর শুরু হয়ে যাবে, এই সময়কালে শুক্র সিংহ রাশিতে অবস্থান করার সময় অস্তমিত হবেন। তার পর আবার ২ ডিসেম্বর, সকাল ৬টা বেজে ১৩ মিনিটে অস্তগামী শুক্র উদিত হবেন ভাগ্যচক্রে। আগামী ২৪ সেপ্টেম্বর, শুক্র কন্যা রাশিতে তাঁর অবস্থান আবার পরিবর্তন করতে চলেছে।

advertisement

আরও পড়ুন- ২০২৩ পর্যন্ত ফাঁড়া কাটবে না! কেতুর গোচর কী বিপদ ডেকে আনছে জেনে সতর্ক হন

স্বাভাবিক ভাবেই শুক্র গ্রহের এই ক্রমান্বয়ে উদয় এবং অস্ত বারোটি রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা রকমের প্রভাব ফেলতে চলেছে, যার কোনওটি শুভ প্রমাণিত হবে, কোনওটি আবার দুর্ভাগ্যের সংকেত নিয়ে আসতে চলেছে জীবনে। এমন পরিস্থিতিতে যাঁদের জন্মকুণ্ডলীতে শুক্রের অবস্থান দুর্বল তাঁদের জন্য শুক্রবার উপবাস রাখার পরামর্শ দেন জ্যোতিষীরা।

advertisement

এবারে জেনে নেওয়া যাক ১২টি রাশির ওপর শুক্রের অবস্থানের ঠিক কী প্রভাব পড়ছে এই সেপ্টেম্বর মাসে।

মেষ:

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসে শুক্রের অস্ত যাওয়া এবং কন্যা রাশিতে এর স্থানান্তর জাতক-জাতিকাদের পরিবারের দায়িত্ব উপলব্ধি করাতে সাহায্য করবে। সুখ ও সম্পদ বৃদ্ধি পাবে। পরিবারে সুখ শান্তি থাকবে।

বৃষ:

advertisement

সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। পরিবারের সঙ্গে ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা হতে পারে। জাতক-জাতিকাদের পরিবারের সুখের জন্য সর্বাত্মক চেষ্টা করতে দেখা যাবে।

মিথুন:

খরচ বাড়তে পারে। বিলাসবহুল দ্রব্য কেনাকাটা করতে বেশি সময় ব্যয় করবেন এঁরা। সঙ্গীর সাহচর্যে ভাল সময় কাটাবেন তাঁরা। যাঁরা সম্পর্কে রয়েছেন তাঁদের জীবনে আশীর্বাদ বর্ষিত হবে।

advertisement

কর্কট:

কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্রের উদয় ও অস্তাচল মিশ্র ফল দেবে। অপ্রয়োজনীয় অর্থব্যয় বাড়তে পারে। দাম্পত্য জীবনে সুখ আগের মতোই থাকবে। যাঁরা সম্পর্কে রয়েছেন তাঁরা সঙ্গীর সঙ্গে কোথাও বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। বিনিয়োগের জন্য সময়টি উপযুক্ত।

সিংহ:

সিংহ রাশির জাতক-জাতিকাদের সময়টা ভাল কাটবে। সম্পদ ও বিলাসের অভাব হতে পারে। ভ্রমণ এঁদের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। রোমান্টিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হতে পারে। যাঁরা সম্পর্কে রয়েছে তাঁদের মধ্যে দূরত্ব বাড়তে পারে।

আরও পড়ুন- ১৭ সেপ্টেম্বরের পর থেকে সূর্যদেবের প্রভাবে জীবনে কী ঘটতে চলেছে? সূর্য গোচর কি মঙ্গলদায়ক সাব্যস্ত হবে?

কন্যা:

নতুন মানুষের সঙ্গ মিলবে। ব্যক্তিত্বের জোরে এঁরা সকলের মনে অমলিন ছাপ রাখতে সফল হবেন। সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে। যাঁরা একা আছেন তাঁরা সঙ্গী পেতে পারেন। বিলাসিতা বৃদ্ধি পাবে।

তুলা:

এঁদের জন্য শুক্রের গোচর সার্বিকভাবে চমৎকার হবে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। এঁদের গৃহীত সিদ্ধান্ত প্রশংসিত হবে। চারপাশের মানুষ এঁদের প্রশংসা করবেন। জীবনে সুযোগ-সুবিধার ঘাটতি থাকবে না। চাকরিজীবীরা অনেক জায়গা থেকে চমৎকার অফার পেতে পারেন, যার কারণে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

বৃশ্চিক:

বিলাসবহুল জীবনে কোনও ধরনের অভাব হবে না। যাঁরা একাকী রয়েছেন, তাঁদের জীবনে নতুন কেউ আসতে পারেন। আরাম ও সম্পদ বৃদ্ধির লক্ষণ রয়েছে। তবে একা কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল। সঙ্গীর মতামত নিয়েই কোনও কাজে এগোনো এঁদের জন্য উপযুক্ত হবে।

ধনু:

সম্পর্কের ক্ষেত্রে নতুন ধরনের সতেজতা অনুভব করতে পারেন জাতক-জাতিকারা। দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে। এই সময়ে ধর্মীয় কর্মকাণ্ডে মনোযোগ বেশি থাকবে। মানসিক শান্তি মিলবে।

মকর:

এই রাশির জাতক-জাতিকাদের জন্য সামনের সময়টা খুবই অনুকূল। সম্পর্ক মজবুত হবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আগের থেকে অনেক বেশি রোমান্টিক হবে। আর্থিক সুবিধার সঙ্গে সঙ্গে জীবনে বিলাসবহুলতা বাড়বে।

কুম্ভ:

অবিবাহিতদের জীবনে প্রেমের সম্পর্ক উঁকি দিতে চলেছে। জীবনে সব কিছুই নতুন মনে হবে, তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে, প্রেমের জন্য অন্য কাজ যেন থেমে না যায়। প্রেম এবং কেরিয়ারের মধ্যে যথাযথ সামঞ্জস্য রেখে চলতে হবে।

মীন:

সুযোগ-সুবিধার ক্ষেত্রে শুক্রের গোচর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। এই সময়টি দম্পতিদের জন্য খুব ভাল হবে, যার কারণে তাঁদের উভয়ের জীবনে সম্পর্ক আগের থেকে আরও মজবুত হবে।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Shukra Gochar 2022: জীবন আমূল বদলে যেতে পারে এই সেপ্টেম্বরেই! শুক্রের গোচর কীভাবে কোন রাশিকে প্রভাবিত করবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল