বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র সুখ, জাঁকজমক এবং বিলাসবহুল জীবনযাপনের সহায়ক। তবে আজ জেনে নেওয়া যাক বিশেষ ভাবে শ্রাবণ মাসে শুক্রের কর্কট রাশিতে অবস্থান পরিবর্তনে কারণে কোন তিনটি রাশি ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে।
আরও পড়ুন- জীবনে প্রকৃত ভালোবাসার মানুষটিকে পেতে চাইছেন? রইল ম্যানিফেস্টেশনের এই পাঁচ সহজ উপায়
advertisement
বৃষ (Taurus):
শুক্র বৃষ রাশির অধিপতি গ্রহ। আগামী ৭ অগাস্ট, ২০২২ তারিখে কর্কট রাশিতে শুক্রের গমন ঘটবে। শুক্রের এই রাশি পরিবর্তনে জাতক-জাতিকাদের জীবনে বিলাসবহুল বস্তুর সমাগমে ব্যয় বাড়তে চলেছে। এই সময় কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। যাঁরা বিদেশ ভ্রমণের কথা ভাবছেন তাঁদের সেই স্বপ্নও পূরণ হতে পারে। এই সময় জাতক-জাতিকারা সঙ্গীদের পূর্ণ সমর্থন পাবেন। নতুন কোনও গ্যাজেট কেনার জন্য অর্থ ব্যয় হতে পারে।
কর্কট (Cancer):
পঞ্জিকা অনুসারে আগামী ৭ অগাস্ট, ২০২২ তারিখে কর্কট রাশিতে শুক্রের গমন ঘটবে। অর্থাৎ শ্রাবণ মাসে কর্কট রাশিতে শুক্রের প্রবেশে কিছু ক্ষেত্রে শুভ ফল দেবে। এই সময়ে জাতক-জাতিকারা নতুন সম্পত্তি, জমি, যানবাহন ইত্যাদি কিনতে পারেন। অথবা কেনার পরিকল্পনাও করতে পারেন। এই সময়ে বিবাহিত জীবনের সমস্যা দূর হবে।
তুলা (Libra):
তুলা রাশির অধিপতি শুক্র। শুক্রের গমনের কারণে জাতক-জাতিকাদের জীবনে নানা রকমের ব্যয়ের সমাবেশ ঘটতে চলেছে। এই সময়ে নিজেকে সুন্দর দেখানোর জন্য নানা পরিচর্যায় জোর দিতে গিয়ে ব্যয় বাড়তে পারে। শুক্রের গমনে এঁদের জীবনযাত্রাতেও পরিবর্তন আনতে চলেছে। তবে শ্রাবণ মাসে শুক্রের পরিবর্তন এঁদের ব্যয় বাড়িয়ে দেবে। হোটেল, দামি গ্যাজেট বা অনলাইন শপিং ইত্যাদিতে অর্থ খরচ হবে। এই সময়ে অনেক অর্থ বেরিয়ে যাওয়া পরবর্তীতে পকেটে টান পড়তে পারে।
