বছরের শেষে শুক্রের অবস্থান পরিবর্তনে তৈরি হওয়া বিশেষ যোগ চারটি রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু সমস্যা তৈরি করতে পারে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের এই সময় বিশেষ সতর্ক থাকার প্রয়োজন রয়েছে ৷
কন্যা রাশি-
মকর রাশিতে শুক্রের গমনের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের সমস্যা বাড়াতে চলেছে। এই সময়ে শত্রুদের থেকে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। জাতক জাতিকারা শুক্রের অবস্থান পরিবর্তনে দুর্ঘটনার কবলেও পড়তে পারেন। এই সময় জাতক জাতিকাদের অর্থনৈতিক লাভের জন্য কোনও ধরনের অনৈতিক বা বেআইনি কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নয়তো ফল খারাপ হতে পারে।
advertisement
আরও পড়ুন- সাড়ে সাতি থেকে ঢাইয়া, শনির অবস্থানে আসছে পরিবর্তন! ভাগ্যে তার কী প্রভাব পড়বে?
তুলা রাশি-
বছরের শেষে শুক্রের গমন তুলা রাশির মানুষদের বিপদে ফেলতে পারে। এই সময় কোনও অজানা উৎস থেকে কিছু না কেনাই ভাল। নয়তো ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময়ে কোনও নতুন দ্রব্য কিনেও জাতক জাতিকারা একেবারেই তৃপ্ত হবেন না। সে জন্যই অজানা কোনও উৎস থেকে না কেনাই ভাল।
মকর রাশি-
শুক্র আগামী ২৯ ডিসেম্বর এই মকর রাশিতেই প্রবেশ করতে চলেছে। কিন্তু দুঃখের বিষয় এই রাশির জাতক জাতিকারা শুক্রের আগমনে হতাশাজনক ফল পাবেন। পরিবারে ভাইবোনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। তবে বিশেষ চিন্তার কিছু নেই পরে তা ঠিকও হয়ে যাবে। তবে এই সময়ে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে কাছের সম্পর্কে দূরত্ব বাড়বে। তাই জাতক জাতিকাদের ধৈর্য ধরে কাজ করতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে পরে সব ঠিক হয়ে যাবে।
মীন রাশি-
এই রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের অবস্থান চ্যালেঞ্জিং সময় আনতে চলেছে। এই সময়ে জাতক জাতিকারা কিছু খারাপ ফলাফলের সম্মুখীন হতে পারেন। তাঁদের স্বাস্থ্যের দিক বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে পেট সংক্রান্ত কারণে ভুগতে হতে পারে।
Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷