মেষ রাশি:
মেষ জাতকদের জন্য এই গোচর লাভবান প্রমাণিত হবে, বিনিয়োগে দারুণ আয় হবে। তবে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
বৃষ রাশি:
বিভিন্ন কাজে দারুন ফলাফল মিলবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন তাঁদের জন্যেও সময়টি শুভ। শত্রুদের থেকে সাবধানে থাকতে হবে। পরিবারে দুঃশ্চিন্তা বাড়তে পারে।
আরও পড়ুন- অতীতের সব রেকর্ড ভেঙে দিল এসএসকেএম, রেকর্ড সংখ্যক রোগী হাজির হাসপাতালের আউটডোরে
advertisement
মিথুন রাশি:
জাতক-জাতিকাদের চোখের সমস্যা হতে পারে। এই সময় বিবাদ থেকে সাবধানে থাকতে হবে। কেরিয়ারের বিষয়ে সময়টি অত্যন্ত শুভ।
কর্কট রাশি:
এই সময় যে কোনও কাজে শুভ ফল লাভ হবে। লোভ ও লালসা থেকে দূরে থাকুন। আর্থিক বিষয়ে ভাল লাভ হবে। যানবাহন ক্রয়ের ক্ষেত্রে সময়টি ভাল।
সিংহ রাশি:
সুখ ও স্বাচ্ছন্দ্যে সমৃদ্ধি আসবে। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। পরিবারে সুখের পরিবেশ বজায় থাকবে।
কন্যা রাশি:
দীর্ঘদূরত্বের ভ্রমণ হতে পারে। আর্থিক বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বকেয়া টাকা ফেরত মিলবে।
তুলা রাশি:
বিনিয়োগের ক্ষেত্রে দারুন আর্থিক লাভ হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। কর্মে সাফল্য আসবে।
আরও পড়ুন- আলমারির ভিতরে লুকিয়ে রয়েছে বিড়াল! মাত্র ১৫ সেকেন্ডে খুঁজে বের করাই চ্যালেঞ্জ
বৃশ্চিক রাশি:
স্বাস্থ্য ভাল থাকবে। আয়ের নতুন নতুন উৎস খুলে যাবে। বিবাহের সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ হবে।
ধনু রাশি:
অত্যধিক খরচের কারণে আর্থিক ক্ষতি হতে পারে। তবে কেরিয়ারের ক্ষেত্রে সময়টি ভাল।
মকর রাশি:
কর্মক্ষেত্রে উচ্চপদ মিলতে পারে, বা বেকারদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আর্থিক বিষয়ে লাভও হবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা নানা ভাবে সাহায্য করবেন।
কুম্ভ রাশি:
কুম্ভ জাতকদের জন্য সময়টি খুবই ভাল। কেরিয়ারে দারুণ ফললাভ হবে, যে কোনও কাজে বন্ধুরা নানান ভাবে সহযোগিতা করবেন। ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য সময়টি খুবই ভাল।
মীন রাশি:
মীন জাতক-জাতিকাদের এই সময় নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে হবে। তবে বেশির ভাগ ক্ষেত্রে তাঁরা ভাল পরিণাম পাবেন। শিক্ষাক্ষেত্রে জাতক-জাতিকারা শুভ ফল পাবেন। তাঁরা আরও ভাল যোগাযোগ করতে সক্ষম হবেন, এতে কর্মক্ষেত্রেও সফলতা আসবে।